জ্বলে উঠুক মুস্তাফিজ-তাসকিনরা
আজ কি জ্বলে উঠবেন বাংলাদেশের বোলাররা? চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠতে হলে জ্বলে উঠতেই হবে। টুর্নামেন্টে এখনো যে বাংলাদেশের বোলাররা নিজেদের প্রতি সুবিচার করেননি। একটি পরিসংখ্যান দেখলে বরং তাঁদের গায়ে জ্বালা করার কথা। চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো পর্যন্ত সবচেয়ে নিষ্প্রভ বোলিং যে বাংলাদেশেরই।
এই টুর্নামেন্টে দল হিসেবে সবচেয়ে কম উইকেট। ৪ ম্যাচে বাংলাদেশের বোলাররা উইকেট নিতে পেরেছেন মাত্র ১০টি। চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিং দল পাকিস্তান। বুধবার কার্ডিফে ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার দলটির সাফল্যের পেছনে আছে তাদের বোলাররাই। এখনো পর্যন্ত ৪ ম্যাচে ওভারপ্রতি ৪.৯৪ রান দিয়ে তারা তুলে নিয়েছে সর্বোচ্চ ২৮ উইকেট।
ইংলিশ বোলাররা আছে পাকিস্তানিদের পরেই। ৪ ম্যাচে তাদের উইকেট একটি কম—২৭টি। ভারতের বোলাররা আছেন এর পর। আজকের ইনিংসটা ধরে এখন পর্যন্ত ২৩ উইকেট নিয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বোলাররা নিয়েছেন ২২ উইকেট। নিউজিল্যান্ডের বোলাররা ১৮টি। ১৬ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। দক্ষিণ আফ্রিকার বোলাররা নিতে পেরেছেন ১৩টি উইকেট। বাংলাদেশ আছে এই তালিকার সবচেয়ে নিচে।
৪ ম্যাচে বাংলাদেশের বোলাররা উইকেট নিতে পেরেছেন মাত্র ১০টি। ১৩ জন বোলার ব্যবহার করে ১০ উইকেট কিন্তু খুব প্রেরণাদায়ী চিত্র নয়। ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। সেদিন ইংল্যান্ডের মাত্র ২টি উইকেটই ফেলতে পেরেছিলেন মাশরাফিরা। অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের শিকার ছিল ১টি।
আরও খবর: ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
নিউজিল্যান্ডের সঙ্গেই যা একটু ভালো বোলিং করতে পেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে জয়ের পথটা কিন্তু দেখিয়েছিল বোলাররাই। তিন শর ওপরে যেখানে কিউইদের রান ওঠার কথা ছিল, সেখানে বোলারদের কৃতিত্বে নিউজিল্যান্ডকে বেঁধে রাখা গিয়েছিল ২৬৫ রানেই। আজও জ্বলে উঠুক মাশরাফিদের বোলিং।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন