শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পাত্রের বন্ধুদের ঠাট্টার কারণে বিয়ে ভেঙে দিলেন কনে

পাত্র অঙ্কে কাঁচা হওয়ায় সম্প্রতি বিয়ের পিঁড়ি ছেড়ে পালিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের এটাওয়ার পাত্রী লাভলি৷ আর শুক্রবার রাতে গাজিয়াবাদের এক তরুণী বিয়ের আসর ছেড়ে চলে গেলেন আত্মসম্মানে আঘাত লাগায়৷ মালাবদলের সময় বরের বন্ধুরা বরকে কাঁধে উঠিয়ে অনেক উঁচুতে তুলে দিয়েছিলেন৷ কনের পক্ষে অত উঁচুতে ওঠা সম্ভব হয়নি৷ তাও তিনি চেষ্টা করেছিলেন তিনবার৷ এরপরই মেজাজ হারান কনে৷ এভাবে হেনস্তার পর বিয়ে করার কোনও দরকার নেই বলেই বেরিয়ে যান বিবাহ মণ্ডপ ছেড়ে৷ ঠাট্টা করতে গিয়ে যে বিয়ে ভেঙে যাবে ভাবতে পারেননি কেউই৷ বর ও তাঁর বন্ধুরা বহু অনুনয় করলেও মন গলেনি কনের৷

দীর্ঘ প্রেমের পর বিয়ে করবেন, ঠিক করেছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ওই তরুণী ও তাঁর প্রেমিক৷ দু’জনেই পুণের বহুজাতিক সংস্থার কর্মী৷ অফিসেই আলাপ, ভালবাসা৷ পুণের বাসিন্দা ওই যুবক বরযাত্রী নিয়ে বিয়ের তিনদিন আগেই গাজিয়াবাদে এসে পৌঁছেছিলেন৷ নাচ-গান-হুল্লোড়েজমে উঠেছিল বিয়েবাড়ি৷ কিন্তু মালা বদলের ঠিক প্রাক্-মুহূর্তে কেস ওলটপালট৷ বিয়ের সময় মজা করার জন্য শুরু হয় বর ও কনে পক্ষের লড়াই৷ কে বেশি উঁচুতে উঠতে পারে?

যে উঁচুতে উঠবে তার দর বেশি৷ যে নিচে থাকবে তাকে মালা পরানোর জন্য সাধ্য-সাধনা করতে হবে৷ এমনই হুল্লোড় চলছিল দু’পক্ষের মধ্যে৷ বরকে তাঁর হোমরাচোমরা চেহারার বন্ধুরা ছাঁদনাতলায় কাঁধে তুলে নিতেই কনের হাত পৌঁছয়নি তাঁর গলায়৷ তাও মালা হাতে লাফিয়েছিলেন৷ তিন-বার৷ এরপর আর ধৈর্যে কুলোয়নি৷ বরের বন্ধুদের ঔদ্ধত্য মনে লেগেছিল ‘স্বভিমানী’ কনের৷ এরপরই বর ও তাঁর বন্ধুদের রসিকতায় বিরক্ত হয়ে ‘বিয়ের ময়দান’ ছেড়ে বেরিয়ে আসেন তিনি৷ ততক্ষণে বরের হাসি মিলিয়েছে৷

ক্ষমা চাওয়া আর বোঝানোর পালা চলে দফায় দফায়৷ তরুণীর রাগ ভাঙাতে পুরোপুরি ব্যর্থ হন তাঁরা৷ মেয়ের আত্মসম্মান ক্ষুণ্ণ হতে দেয়নি কনেপক্ষ৷ বরযাত্রী মালাবদল নিয়ে অসভ্যতা করেছে বলে পুলিশকে অভিযোগ জানায় তারা৷ বিয়ে বাতিল করে তাঁদের অপমান করা হয়েছে, পাল্টা অভিযোগ তোলে বরপক্ষ৷ শেষপর্যন্ত অবশ্য বরকেই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে৷ বিবাহ মণ্ডপ সাজানো ও অন্যান্য খরচের পুরো টাকাটাই বরযাত্রীর থেকে আদায় করে নেন কনের বাড়ির লোকজন৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ