রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা বাড়ছে তিনগুণ, বেতন দ্বিগুণ

অষ্টম জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিরসহ সব সংসদ সদস্যদের। এদের মধ্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন সুবিধার পাশাপাশি দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাড়ানো হচ্ছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে বেতন-ভাতা বাড়ানোর এই অধ্যাদেশগুলো অনুমোদন দেয়া হয়। এই অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতির জন্য আগের মতোই কোনো দৈনিক ভাতা থাকছে না।

অনুমোদিত অধ্যাদেশে রাষ্ট্রপতির মূল বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে। অনুরূপভাবে বিদ্যমান বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজ ১৫ লাখ টাকা থেকে ২৭ লাখ বাড়ানো হয়েছে। তবে স্বেচ্ছাধীন তহবিল হিসেবে আগের মতোই ২ কোটি টাকা থাকছে।

অপরদিকে প্রধানমন্ত্রীর বর্তমান বেতন ৫৮ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। একই সঙ্গে তিনি বেসরকারি বাড়িতে বসবাস করলে বাড়ি ভাড়া বাবদ ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পাবেন। এছাড়া বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজ হিসেবে বিদ্যমান ১৪ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। দৈনিক ভাতা ১ হাজার থেকে করা হয়েছে ৩ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ১ কোটি থেকে দেড় কোটি টাকা করা হয়েছে।

তৃত্বীয় স্তরে স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ লাখ ১২ হাজার টাকা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে ব্যায় নিয়ামক ভাতা, বেসরকারি বাড়িতে বসবাস করলে বাড়ি ভাড়া, বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজ, দৈনিক ভাতা এবং স্বেচ্ছাধীন তহবিল সুবিধা।

অনুরূপভাবে প্রধান বিচারপতির ৫৬ হাজার টাকা বেতন থেকে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা, মন্ত্রী​, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, আপিল বিভাগের বিচারকদের ৫৩ হাজার ১০০ থেকে টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকা। সেই সঙ্গে শুধু আপিল বিভাগের বিচারক বাদে এরা সবাই ব্যায় নিয়ামক ভাতা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজ, দৈনিক ভাতা এবং স্বেচ্ছাধীন তহবিল সুবিধা পাবেন। হাইকোর্ট বিভাগের বিচারকদের বেতন ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে। তবে তারা বেতন ও ব্যায় নিয়ামক ভাতা ছাড়া অন্য ভাতাগুলো পাবেন না।

অনুমোদিত ওই অধ্যাদেশে প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা, হুইপদের ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীদের ৪৫ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা এবং সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে। এরা সবাই বিদ্যমান ভাতা সুবিধাগুলো পাবেন। তবে সাংসদের ক্ষেত্রে বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজের বদলে দুর্ঘটনায় মৃত্যু বা পঙ্গুত্ববরণ করা হিসেবে আগের বিদ্যমান ভাতা ১০ লাখ টাকায় বহাল থাকছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের বলেন, ‘এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতনের আদলেই এই বেতন বৃদ্ধি করা হয়েছে। নতুন এ বেতন কার্যকর হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে এবং ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ

আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠনবিস্তারিত পড়ুন

বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এবিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুলবিস্তারিত পড়ুন

  • ১৩ বছর পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক
  • সরকার নয়, বিটিভিকে জনগণের মিডিয়া হতে হবে: নাহিদ ইসলাম
  • খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
  • গুমের শিকার ব্যক্তিদের মুক্তি নিশ্চিতসহ ১২ দাবি সিএআই’র
  • বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪
  • বন্যাকবলিত এলাকায় ১০ কোটি টাকার ত্রাণ দেওয়া হয়েছে: বিএনপি
  • রাষ্ট্রের সংস্কার করে নির্বাচনের জন্য অনূকূল পরিবেশ তৈরি করবে সরকার: জামায়াত আমির
  • কিশোরীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা
  • ত্রাণ দেওয়ার প্রলোভনে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬
  • গণত্রাণ সংগ্রহ: টিএসসিতে চাল-ডাল-আলু দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের
  • একযোগে ৪৪ বিচারককে বদলি
  • ২০০৯ এবং তারপরে অস্ত্র লাইসেন্স পেয়েছেন? আপনি বেসরকারি ব্যক্তি? কীভাবে থানায় জমা দেবেন অস্ত্র