বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুহাম্মদ (সা.) শ্রেষ্ঠ নবী হওয়ার মূল কারণ

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ও সর্বশ্রেষ্ঠ নবী, যার ওপর নবীগণের আগমনের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে, তিনি হলেন হজরত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার উম্মতের সামনে গুরুত্বপূর্ণ ভাষণে যে সব বিষয়ের ওপর বিশেষভাবে দিকনির্দেশনা দান করেছেন, তন্মধ্যে অন্যতম বিষয় হলো- হে আমার উম্মত! তোমরা খুব ভালোভাবে লক্ষ্য কর, আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাবের অধিকারী, শেষ নবী, এসব বৈশিষ্ট্যের মূল হোতা- জ্ঞান। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে, যে জ্ঞান বস্তুজগৎ ও আধ্যান্তিক জগতে সার্বিক সমস্যার সমাধান দিতে পারে। অর্থাৎ কোরআন কারিমের জ্ঞান বা ওহির জ্ঞান।

এক্ষেত্রে মানুষের মাঝে ভুল ধারণা প্রচলিত রয়েছে। একশ্রেণির মানুষ মনে করে থাকেন, ইসলামে বস্তুজ্ঞানের স্থান নেই। আরেক শ্রেণির মানুষ মনে করেন থাকেন, ইসলাম বস্তুর প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করে। প্রথম ধারণাটি হলো খ্রিস্টানদের, বৈরাগ্যবাদ তাদের থেকেই সৃষ্টি। আর দ্বিতীয়টি হলো ইহুদি ও সমাজবাদীদের ধারণা। ইসলাম এ দুয়ের কোনোটিকেই স্থান দেয় না। ইসলাম বলে মানুষের শরীরটি বস্তুর তৈরি, তার সমস্যা আছে। সেই সমস্যার সমাধান আবশ্যক। আÍা দেখা যায় না, অদৃশ্য। তারও সমস্যা আছে, তারও সমাধান প্রয়োজন। দুনিয়ার জীবন দৃশ্যময়। এই দুনিয়ার সমস্যাদির সমাধান আছে, আর আখেরাতের জীবন অদৃশ্য, সেখানেও সমস্যা আছে, তারও সমাধান আছে। ইসলাম উভয়টির ব্যাপারে দিকনির্দেশনা দেয়। মূলত ইসলাম এমন একটি জ্ঞানের কথা বলে, যে জ্ঞান বস্তু ও আধ্যান্তিক উভয়টির মাঝে সমন্বয় সাধন করে।

হজরত মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, সবার ওপর আমার মর্যাদা শ্রেষ্ঠ হওয়ার দুটি কারণ–
১. জ্ঞান, আমি মুয়াল্লিম; আমাকে ওস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। দুনিয়াবি কোনো ইলমের ওস্তাদ নয়, যে ইলম মানুষকে বস্তুমুখী করে বা বৈরাগ্যবাদ শিক্ষা দেয়। বরং আমাকে সেই ইলমের ওস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে, যে ইলম মানুষের দুনিয়া-আখেরাত, শারীরিক-আধ্যান্তিক, দৃশ্য-অদৃশ্য সব সমস্যার সমাধান দেয়, সঠিক দিকনির্দেশনা দেয়। মোট কথা যে ইলমকে আমরা সহজ ভাষায় কোরআন হাদিস ও অহির ইলম বুঝে থাকি, নবীকে সেই ইলমের ওস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে।
২. উন্নত চরিত্র, উক্ত ইলম দ্বারা আমি সমাজের মানুষকে চরিত্রবান করে গড়ে তুলি। এটি এমন ইলম, যে ব্যক্তি এই ইলম গ্রহণ করেছে, সে চারিত্রিক পবিত্রতার অধিকারী হয়েছে। যে ব্যক্তি এই ইলম গ্রহণ না করবে, সে চরিত্রবান হতে চেয়ে যোগী ও সাধু হয়ে যাবে। তার মাধ্যমে সমাজে সমস্যার সৃষ্টি হবে। সমাজে শৃঙ্খলা আসবে না। শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আখলাক পরিবর্তন, আখলাকের সৌন্দর্য সাধন এবং আখলাককে নিপুণ করে তোলার জন্য আমি শিক্ষক নির্বাচিত হয়েছি। এ কারণেই আমাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি

পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন

সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু

সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন

ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি

এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদের নামাজ শেষে চলছে কোরবানি
  • হাজিদের গরম থেকে বাঁচাতে যে প্রযুক্তি ব্যবহার করলো সৌদি
  • জমজমাট শপিংমল-মার্কেট
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান
  • উত্তরাঞ্চলের ঈদযাত্রা হবে নির্ঝঞ্জাট
  • শিকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ, ফাকা হচ্ছে ঢাকা
  • জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ ও বিপণন প্রশিক্ষণ
  • ঈদযাত্রায় এবার ১২ জায়গায় ভোগান্তির শঙ্কা
  • সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজারের বেশি হজযাত্রী