শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘ডাক্তার ভিজিট’ নিষিদ্ধ কোন আইনে?

পেশা হিসেবে সাংবাদিকতা সবসময়ই বিপদসঙ্কুল! সা.কা’র রায়ের বিষয়ে প্রধান বিচারপতিকে ‘জড়িয়ে’ লেখায় গত কয়েকমাস আগে জনকণ্ঠের স্বদেশ দা’কে আদালতে ডেকেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এ বিষয়ে চ্যালেঞ্জ করে লিখেছিলাম। বলেছিলাম, প্রধান বিচারপতি হলেও আপনার বিরুদ্ধে আসা অভিযোগ খণ্ডন না করেই আপনি একজন সিনিয়র সাংবাদিককে নিজের ‘কার্যালয়ে’ ডাকতে পারেন না। আগে অভিযোগ খণ্ডন করুন, তারপর কোন প্রমাণের ভিত্তিতে তিনি আপনার বিরুদ্ধে লিখেছেন, তা জানতে চান। সামান্য এ অধমের লেখা কংক্রিটের দেয়াল টপকে হয়তোবা গিয়ে পৌছায়নি তার দপ্তরে। অথবা পৌঁছেছে! পরে অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে যখন প্রধান বিচারপতির সঙ্গে সাকা’র পরিবারের আলোচনার ফুটেজ প্রচার হয়েছে, তখন থেমে গেছে সবকিছু…।

তবে সাংবাদিকতার পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধি’র চাকরিও এখন ‘ঝুঁকিপূর্ণ’! কারণ, সম্প্রতি ঔষধ কোম্পানির দু’জন প্রতিনিধিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকের কক্ষে যাওয়ার ‘অপরাধে’ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান ও মুশফিকুল আলম হালিম সাজা হিসেবে তাদেরকে শার্ট খুলে প্রকাশ্যে কান ধরে উঠবস করান!

জানতে চাই, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাক্তার ভিজিট করতে পারবে না, এটা বাংলাদেশের কোন আইনে আছে? কোন আইন মোতাবেক তথাকথিত ‘বিচারক’রা এ সাজা দিয়েছেন? নাকি কোনো মতে ‘পাওয়ার’ পেলেই তার ‘সদ্ব্যবহার’ করতে ইচ্ছে হয়?

আইনের মহান একটি বাণী হচ্ছে, ‘আইনের মারপ্যাচে হাজারো অপরাধি পার পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধও যেনো সাজা না পায়।’ কিন্তু যাদেরকে আজ সাজা এমন সাজা দেয়া হয়েছে, তারা কোনো অপরাধ করেননি। ডাক্তারের কাছে কোম্পানির প্রতিনিধি হয়ে তিনি গিয়েছেন। এটা তার পেশা। আর এ পেশা এখনো পর্যন্ত কোনো ‘অবৈধ’ পেশা না। তারা ভুলে গেছেন, ‘মেধাহীন’ এ প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করে ঔষধ বিক্রি করার ফলে সরকারের কোষাগারে যে ভ্যাট আসে, সে ভ্যাটের টাকায় ওই ম্যাজিস্ট্রেটরা বেতন পান।

এ দুই ‘ম্যাজিস্ট্রেট’র পারিবারিক শিক্ষাটাই হয়তোবা এমন! এমন কোয়ালিটির শিক্ষার্থীরাই ছাত্রজীবনে রিকশাওয়ালা, বাসের কন্ট্রাক্টরকে ভাড়া কম দিয়ে চড়, থাপ্পড় মেরে নিজের ‘হনুমানগিরি’ জাহির করেন। কিন্তু ‘পলিটিক্যাল পাওয়ারফুল’দের কাছে গিয়ে কানে ধরে উঠ-বস করা, স্বার্থের জন্য পায়ে ধরতেও দ্বিধা করেন না। পরবর্তীতে মামু, খালু, আর প্রশ্নপত্র ফাঁস করে কেউ, কেউ বিসিএসে টিকে যান! চাকরিটা হওয়ার পরেও এ বদভ্যাসগুলো ছাড়তে পারেন না। রক্ষকের বদলে হয়ে ওঠেন ভক্ষক। যেমনটা হয়েছিলেন, গাইবান্ধার এমপি লিটন।

সংবাদপত্রের ভাষ্যমতে, ‘এম.পি লিটনের ভাই, বোনদের মধ্যে সে ছিলো বখাটে টাইপের।’ আর সেই বখাটে লিটনই হয়েছে জনপ্রতিনিধি! ওনাদের বিষয়ে ঘাটলেও হয়তোবা বেরিয়ে আসবে এমন কিছুই। তবে অন্যায় করার পর নিজের সরকারের এম.পি হলেও বাংলাদেশের মানুষের একান্ত আপনজন জননেত্রী শেখ হাসিনা তার অন্যায়কে সহ্য করেননি। তার ফলে এম.পি লিটন এখন কারাগারে। আইনের অপব্যবহার করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দুই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আইনের অপপ্রয়োগ করায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠনের উচিত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা। যাতে ভবিষ্যতে আর কেউ আইনের অপপ্রয়োগ এভাবে করতে না পারে।

আহসান কামরুল
১৭.১০.২০১৫ খ্রি.
ঢাকা।

ব্লক থেকে নেওয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো

লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন

আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা

“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন

বাবা যখন ধর্ষক

যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন

  • দুই বড় দেশ যখন প্রতিবেশী ও প্রতিযোগী
  • মৌসুমি নৌকা শোরুম
  • ভারতবিদ্বেষ কেন বেড়ে চলেছে?
  • জনগণের কাছে শেখ হাসিনাই জয়ী
  • ‘গুলিস্তান’ নেই, তবু আছে ৬৪ বছর ধরে
  • পদ্মা ব্রিজ দিয়ে কী হবে?
  • যুদ্ধাহতের ভাষ্য: ৭০– “এখন অমুক্তিযোদ্ধারাই শনাক্ত করছে মুক্তিযোদ্ধাদের”
  • আসুন, বড় হই
  • আসুন, পিঠের চামড়া না তুলে পিঠ চাপড়ে দিতে শিখি
  • বাড়িওয়ালা মওদুদ ও বাড়িছাড়া মওদুদ
  • ব্রিটেনের নতুন সরকার নিয়ে যে শঙ্কা!
  • আওয়ামী লীগ ছাড়া কি আসলে কোনো বিকল্প আছে?