‘রিজার্ভ চুরির তদন্তে অগ্রগতি হয়েছে’

রিজার্ভ চুরির বিষয়ে চলমান তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
রিজার্ভ চুরির তদন্তের অগ্রগতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শুভঙ্কর সাহা বলেন, ‘তদন্ত চলমান আছে। তদন্তের স্বার্থে এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে অগ্রগতি আছে এবং যথেষ্ট অগ্রগতি আছে।’
আইনজীবী নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আইনানুগ বিষয়গুলোকে অ্যাসেস করার জন্য আমাদের তালিকাভুক্ত একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া ঘটনাটি আমদের তদন্ত ও নিরাপত্তার স্বার্থে গত দুই দিন আমরা সব মিডিয়াকে এন্টারটেইন করতে পারিনি। যে কোনো সময়ে সব বিভাগে যাওয়ার যে সুযোগ ছিল সেটা দিতে পারিনি। আমাদের চিন্তা আছে যে নিচতলায় একটি কমিউনিকেশন সেন্টার করব। তার আগ পর্যন্ত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে এবং নির্দিষ্ট রেজিস্টারে ডিটেইলস জানিয়ে যেতে পারবেন। তবে ইলেকট্রিনক মিডিয়ার কর্মীরা ক্যামেরা নিয়ে আগাম অনুমোদন ব্যতিরেকে যেতে পারবেন না। তবে সাংবাদিক ক্যামেরা রেখে যেতে পারবেন। ব্যাংকের মুখপাত্র বা ঊর্ধ্বতন কারো বক্তব্যের প্রয়োজন হলে পূর্বানুমতি লাগবে, তখন ক্যামেরা নিয়ে যেতে পারবে। সিকিউরিটি কনসার্নের ওপরে ক্যামেরাকে আমরা আলাদা রাখতে চাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনেরবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪
কুষ্টিয়ার কুমারখালীতে খতনার দাওয়াতে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়েবিস্তারিত পড়ুন

উপদেষ্টা: অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “গত ছয় মাসে বাংলাদেশবিস্তারিত পড়ুন