সপ্তাহের ব্যবধানেও শীতকালীন সবজির দাম অপরিবর্তিত
আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে সব ধরণের সবজির দামই অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দামেও তেমন কোনো পরিবর্তন নেই। শুক্রবার রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, কেবল কাঁচা মরিচ এবং টমেটোর দাম কিছুটা কমেছে।
গত সপ্তাহে কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কমে ১০০ টাকা দরে এবং টমেটো ২০ থেকে ৪০ টাকা থেকে কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকায়। এছাড়া আলু এবং পেঁপে বাদে অন্য সব সবজি ও তরকারি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে।
বাজার ঘুরে দেখা গেছে, কালো বেগুন ৮০ টাকা, সাদা বেগন ৬০ টাকা, প্রতি কেজি শিম (বিচি ছাড়া) ৮০ টাকা, শিম (বিচিসহ) ১২০ টাকা, গাজর ৮০-৯০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, করলা ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, শশা ৮০ টাকা, আলু ২৮-৩০ টাকা এবং পেঁপে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া শীতকালীন সবজির মধ্যে প্রতিটি ফুলকপি ৩৫-৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মূলা ৫০ টাকা, জালি ৪৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, পটল ৫৫-৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচাকলা ৩৫-৪০ টাকা, শালগম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু হালি প্রতি ২০ টাকা, আঁটি প্রতি পালং শাক ২০ টাকা, লালশাক ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং লাউশাক ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ৩৮ টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা, দেশি আদা ১৮০ টাকা, বিদেশি আদা ৬০-৬৫ টাকা, দেশি রসুন ১৫৫ টাকা এবং ভারতীয় রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪৫ টাকা; লেয়ার মুরগি ১৮০ টাকা; দেশি মুরগি প্রতি কেজি ৩৮০ টাকা; পাকিস্তানি লাল মুরগি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৫০ টাকা এবং খাসির মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন
বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া। জুনেরবিস্তারিত পড়ুন