অজু বা গোসল বসে করা কি সুন্নত?
প্রশ্ন : বসে অজু করা কি সুন্নত? বসে গোসল করা কি সুন্নত?
উত্তর : বসে অজু করা বা গোসল করা সুন্নত নয়। এ দুটি বিষয় রাসূল (সা.)-এর আমল দ্বারা সাব্যস্ত হয়নি যে এটি সুন্নত। তবে অজু করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আগের যুগ থেকে মানুষের প্রচলিত যে অভ্যাস ছিল, সেটি হলো বসে অজু করা। দাঁড়িয়ে অজু করার বিষয়টি ছিল না।
কিন্তু মানুষের জীবনযাপনে এখন পরিবর্তন এসেছে। বেসিনের পদ্ধতি চালু হয়েছে। কারণ, আগে যেভাবে অজু করার সিস্টেম ছিল, সেটা ছিল বসে। তখন জলচৌকিতে বসে বদনা দিয়ে অজু করা হতো। আপনি তখন যদি দাঁড়িয়ে অজু করতেন, তাহলে জামা-কাপড় সব ভিজে যেত। তখন এমন অবস্থা হতো যে অজু করতে গিয়ে আপনার গোসল হয়ে যাচ্ছে। আপনার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।
এখন মানুষের জীবনযাপন পরিবর্তিত হয়েছে, বিভিন্ন কাজের মধ্যে সৌন্দর্য এসেছে। বেসিন এসেছে, বেসিনের মাধ্যমে আপনি অজু করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। মূলত এ বিষয়গুলো সুন্নতের সঙ্গে সম্পৃক্ত নয়। এগুলো আদাত বা মানুষের বাস্তব অবস্থার সঙ্গে সম্পৃক্ত। এগুলো সুন্নাহ হিসেবে গ্রহণ করার বিষয় নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন