অপহরণের তিন দিন পর কলার বাগানে মিলল শিশুর লাশ
নরসিংদীতে অপহরণের তিন দিন পর বাড়ির পাশের কলার বাগান থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রার্জাদী গ্রাম থেকে দুর্জয় দাস মরণের (১১) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত দুর্জয় স্থানীয় রার্জাদী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিজন কুমার দাসের ছেলে।
দুর্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ জুলাই বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয় দুর্জয় দাস। এর পর রাতেও বাড়ি ফিরে না আসায় কোথাও কোনো খবর না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা বিজন কুমার দাস। পরে সুমন নামের এক যুবক ও সন্দেহভাজন কয়েকজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য থাকাকালে সুমনের মাদক ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন বিজন কুমার দাস। এতেই প্রতিহিংসামূলকভাবে দুর্জয়কে অপহরণ করা হয়েছে বলে ধারণা করেন তার বাবা।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি কলার বাগান থেকে পচা গন্ধ বের হতে থাকে। লোকজন সেখানে গিয়ে দেখতে পান, কলাগাছ দিয়ে ডেকে রাখা হয়েছে একটি লাশ। খবর পেয়ে দুর্জয়ের বাবা-মা দুর্জয়ের লাশ শনাক্ত করেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় সুমন নামের একজনকে আটক করা হযেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও জানান তিনি।
এদিকে, শিশু দুর্জয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নরসিংদী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) খালেদ ইবনে মালেকসহ অন্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন