অভিভাবকরা সরাসরি অনিয়মের অভিযোগ করেন না

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের কথা আমাদের কাছে সরাসরি অভিযোগ করেন না ভুক্তভোগী অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগের কথা আমাদের গণমাধ্যমকর্মীদের কাছে থেকে জানতে হয়। তাই সব অনিয়মকারী শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা জানতে পারি না।
রোববার দুপুর ১টায় শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয় পার্টির নেতা জামাল রানা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় অভিযোগ করেন, আমাদের ছেলে-মেয়েরা এখন শিক্ষকদের নানান হয়রানির শিকার হচ্ছে। আমার ছেলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৫ম শ্রেণিতে পড়লেও তাকে পর পর সকাল থেকে ওই স্কুলের তিনটি শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হয়। এরপর তাকে আবার স্কুলের ক্লাস করতে হয়।
অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদের পাশাপাশি আমাদের অভিভাবকরাও এর জন্য কম দায়ী নন। তারা ভাবে শিশুকে বেশি বেশি টিউটরের কাছে পড়ালে তার ছেলে ভালো ফল অর্জন করবে। তাই তারা শিশুর পেছনে প্রচুর অর্থ ব্যয় করে গর্ববোধ করেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষা খাতের বাজেট পর্যাপ্ত নয়। তাই চাইলেই আমরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংকট নিরসন করতে পারছি না। শিক্ষকদের বেতনও দিতে পারছি না। যোগ্যতা থাকার পরও নানান জটিলতায় সম্মানিত শিক্ষকদের পদায়ন করা যাচ্ছে না। আবার পদায়ন করলে যারা বাদ পড়েন তারা হাইকোর্টে রিট করেন। এক রিটে আমাদের শিক্ষকদের পদায়ন স্থগিত করা হয়েছে। শিক্ষকদের পদায়নের জন্য সব প্রস্তুত থাকলেও আদালতের জন্য শিক্ষকদের আবারও পদায়নও করতে পারছি না।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যতই মান সম্মত শিক্ষার কথা বলি না কেন। আমাদের শিক্ষার মান ভালো করতে হলে শিক্ষকদের মান ভালো করতে হবে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. নিতাই চন্দ্র সরকার, যুবলীগ ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাজী সরোয়ার হোসেন বাবু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন