মঙ্গলবার, মে ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অশ্বিনকে ছাড়িয়ে গেলেন ইয়াসির

সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড দীর্ঘদিন ধরে আছে ইংল্যান্ডের জর্জ লোম্যানের দখলে। ১৮৯৬ সালে মাত্র ১৬টি টেস্ট খেলে ১০০ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। আধুনিক সময়ে লোম্যানের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১০০ উইকেট নিয়েছিলেন ১৮ ম্যাচে। তবে এবার অশ্বিনকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। তিনি ১০০ উইকেট নিয়েছেন নিজের ১৭তম টেস্টে।

২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অশ্বিন। সেটি ছিল তাঁর ১৮তম টেস্ট। প্রায় দুই বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দারুণ বোলিং করে অশ্বিনকে ছাড়িয়ে গেছেন ইয়াসির। টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে উইকেটের শতক পূর্ণ করেছেন পাকিস্তানের এই লেগস্পিনার। দারুণ এই কীর্তির পর ইয়াসিরকে অভিনন্দন জানিয়েছেন অশ্বিন। টুইটারে লিখেছেন, ‘একটু দেরি হয়ে গেল মনে হয়। কিন্তু ইয়াসির দারুণ খেলেছে। এখন এটা দ্বিগুণ করে ফেলো।’

প্রথম ১২টি টেস্ট খেলেই ইয়াসির নিয়েছিলেন ৭৬টি উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ১৩তম টেস্টে নিয়েছিলেন ১০ উইকেট। দ্রুততম সময়ে ১০০ উইকেটের রেকর্ড গড়ার জন্য পরবর্তী তিন টেস্টে ইয়াসিরের প্রয়োজন ছিল মাত্র ১৪ উইকেট। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সেটা আর হয়ে ওঠেনি। অপেক্ষা করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। এ জন্যই কিছুটা দেরি হয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন অশ্বিন।

ইয়াসিরের মতো ১৭টি টেস্ট খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আরো তিনজন। সবাই টেস্ট ক্রিকেটের শুরুর যুগের খেলোয়াড়। ১৮৯৫ সালে অস্ট্রেলিয়ার চার্লি টার্নার, ১৯১২ সালে সিডনি বার্নস ও ১৯৩১ সালে ক্লারি গ্রিমেট।

সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটিও আছে অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্লারি গ্রিমেটের দখলে। ১৯৩৬ সালে মাত্র ৩৬টি টেস্ট খেলে ২০০ উইকেট নিয়েছিলেন তিনি। এ বছরের সেপ্টেম্বরে গ্রিমেটের কাছাকাছি যেতে পেরেছেন অশ্বিন। তিনি ২০০ উইকেট নিয়েছেন ৩৭টি টেস্ট খেলে। এখন এই রেকর্ডটি ভাঙার হাতছানি আছে ইয়াসিরের সামনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বাংলাদেশ  এআই অলিম্পিয়াড এর জাতীয় পর্ব অনুষ্ঠিত

আগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কৃত্রিমবিস্তারিত পড়ুন

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

  • আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল