মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

সীমান্তে চোরাচালানে ব্যবহৃত ঘাট নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে চোরাচালান সিন্ডিকেট নিয়ে বালুন্ডা গ্রামের বিশ্বাসপাড়ার জুলু ও আলতাফের লোকজনের সঙ্গে একই গ্রামের আওলিয়াপাড়ার রফিক আওলিয়া ও সিরাজ আওলিয়ার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে বালুন্ডা গ্রামে আওয়ামী লীগ নেতা জুলফিক্কার আলী জুলুর পোস্টার ছেঁড়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আওলিয়া গ্রুপের সঙ্গে বিশ্বাস গ্রুপের আলী হোসেনের কথা কাটাকাটি হয়।

এর সূত্র ধরে রাত সাড়ে ১১টার দিকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩০টি বোমার বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। তখন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বোমাতঙ্কে দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করেন এলাকাবাসী।

এ সময় বোমা ও গুলির স্প্লিন্টারে আওলিয়া গ্রুপের সিরাজ আওলিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২), সামসুর আওলিয়ার ছেলে ইব্রাহিম (১৬) ও হোসাইন (২৪), নজরুল মোল্যার ছেলে ইমরান (১৯), অজিত গাজির ছেলে হাবিবুর (২০), সুলতানের ছেলে আব্দুল্লা (১৮), লুৎফরের ছেলে হাবিবুর (২৫), আলতাফ মোড়লের স্ত্রী রোকেয়া বেগম (৪০), নজুর ছেলে শিমুল (১৭), আমিরুল (২৬) ও মনির হোসেন (৩০) আহত হয়।

আহতদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান আহতের পরিবারের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান জানান, দ্বন্দ্ব মেটানোর জন্য তিনি দুই পক্ষকে ডেকেছিলেন। কিন্তু কেউ তার কথায় সাড়া দেয়নি। অবশেষে তারা সংঘর্ষে লিপ্ত হলে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

ফের সংঘর্ষ এড়াতে বালুন্ডা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া