আত্রাইয়ে শাপলা ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় ডোবা থেকে সাধন আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবা থেকে তার মৃত উদ্ধার করা হয়। সাধন আলী উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত কছিমদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাধন আলী শাপলা ব্যবসায়ী ছিলেন। এলাকার বিভিন্ন ডোবা থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে শাপলা তুলতে যান স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে। সাধন রাতে বাড়ীতে না ফিরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। মঙ্গলবার সকালে স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে স্থানীয়রা সাধনের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা সততা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় মৃত সাধন উপজেলার বিভিন্ন ডোবা থেকে শাপলা তুলে উপজেলার হাট বাজারসহ পার্শ্ববর্তী উপজেলা ও জেলা শহরে বিক্রি করতো। সে প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকালে শাপলা তোলার জন্য বাড়ি থেকে বের হয় । প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে শাপলা তুলতে গিয়ে মৃত্যু বরণ করে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউ ডি মামলা রের্কড করা হয়েছে। লাশটি মঙ্গলবার সকালে নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।#
এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন