শনিবার, মে ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আরসিবিকে ১৫৯ রানের টার্গেট দিলো গুজরাট

আগের দেখায় গুজরাট লায়ন্সের বিপক্ষে ২৪৮ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স করেছিলেন সেঞ্চুরি। বিশ্ব রেকর্ড গড়া ২২৯ রানের জুটি হয়েছিল তাদের। আর শেষ চার ম্যাচ টানা জিতে প্লে অফে এসেছে আরসিবি। ব্যাটিংয়ে বিস্ময়কর সেই আরসিবির বিপক্ষে ১৫৮ রান করে আইপিএলের ফাইনালে যেতে পারবে গুজরাট লায়ন্স? বেঙ্গালুরুতে কোয়ালিফায়ার ম্যাচে এই রানই তারা করেছে সবকটি উইকেট হারিয়ে। শুরুর ব্যাটিং ধ্বসের পর ডোয়াইন স্মিথ রুখে দাঁড়িয়ে ৪১ বলে ৭৩ রান না করলে গুজরাট তো লড়ার মতো স্কোরটাও পেতো না।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে এবারের আসরের নবাগত দল গুজরাট। প্লে অফে এসেছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে। কিন্তু ৩.৪ ওভারে ৯ রানে ৩ উইকেট হারানোর চেয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আর কি খারাপ হতে পারতো!

দ্বিতীয় ওভারে বাঁ হাতি স্পিনার ইকবাল আব্দুল্লা চার বলের মধ্যে দুই উইকেট নিয়ে নিলেন। তুলে মেরে এবি ডি ভিলিয়ার্সকে কভারে ক্যাচ দিলেন ব্রেন্ডন ম্যাককালাম (১)। এক বল পরে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্রিস গেইলের হাতে বন্দী হয়ে ফিরলেন অ্যারন ফিঞ্চ (৪)। এক ওভার পর শেন ওয়াটসনের শর্ট বলে পুল করে ইন ফর্ম অধিনায়ক সুরেশ রায়নাও (১) ফিরে এলেন। তিন বিপজ্জনক টপ অর্ডারকে হারিয়ে কিংকর্তব্যবিমুঢ় অবস্থা গুজরাটের।

ইনিংস মেরামত করার কাজ করতে করতে হামলা চালালেন স্মিথ। সঙ্গ দিলেন দিনেশ কার্তিক। তাতে ৮৫ রানের জুটি কিছুটা স্বস্তি দিলো গুজরাটকে। স্মিথ কেড়ে নিয়েছিলেন উৎসবে শুরু করা আরসিবি বোলারদের হাসি। আব্দুল্লা-চাহালদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছেন। তবে ২৬ রান করা কার্তিকের বিদায়ের পর ৮ রানের মধ্যে আরো ২ উইকেট তুলে নেয় আরসিবি। ৩১ বলে ফিফটি করেছিলেন স্মিথ। তার ৭৩ রানের দারুণ ইনিংসে ৫টি চার ও ৬টি ছক্কা। স্মিথের মহা মূল্যবান উইকেটটি নিয়েছেন লেগ স্পিনার যুযভেন্দ্র চাহাল।

শেষ ৫ ওভারে ৫১ রান তুলেছে গুজরাট। হারিয়েছে ৬ উইকেট। ১৯তম ওভারে ২ উইকেট নিয়েছেন ওয়াটসন। তবে টেল এন্ডারদের আক্রমণে এই ওভারে তাকে দিতে হয়েছে ২১ রান। তার আগের ৩ ওভারে মাত্র ৮ রান দিয়েছিলেন! তবু ২৯ রানে ৪ উইকেট নিয়ে ওয়াটসনই সবার চেয়ে সফল। ২টি করে উইকেট আব্দুল্লা ও ক্রিস জর্ডানের। চাহালের শিকার ১ উইকেট। ওয়াটসন ও চাহালের এখন আইপিএল সর্বোচ্চ ২০ উইকেট।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই