রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আর দুই সেশন ও ৫৮ ওভার, পারবে বাংলাদেশ?

হায়দরাবাদ টেস্ট বাঁচাতে আরো দুই সেশন উইকেটে পড়ে থাকতে হবে বাংলাদেশকে। হাতে আছে পাঁচ উইকেট। আজ প্রথম সেশনে বাংলাদেশ দুটি উইকেট হারিয়েছে। সকাল সকাল বিদায় নিয়েছেন সাকিব। পরে অহেতুক শট খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন মুশফিক। ষষ্ট জুটিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান।

পাঁচ উইকেট হারিয়ে ২০২ রান করে শেষ দিনের লাঞ্চে গিয়েছে বাংলাদেশ। অর্থাৎ ভারতের চেয়ে এখনো ২৫৭ রানে পিছিয়ে আছেন মুশফিকরা।

কতো রানে পিছিয়ে আছেন, সেটা অবশ্য বড় কথা নয়। বড় কথা হলো, রিয়াদ- সাব্বিররা এই ম্যাচটাকে শেষ পর্যন্ত ড্র করতে পারবেন কিনা। সেটা পারতে হলে আরো ৫৮ ওভার ব্যাটিং করা ছাড়া উপায় নেই সাব্বিরদের সামনে।

দিনের প্রথম উইকেটটি তুলে নেন রবিন্দ্র জাদেজা। শুরু থেকেই অস্থিরতা দেখানো সাকিব আউট হন জাদেজার দারুণ এক বলে। বহুদিন পর ভালো একটা বলে আউট হলেন সাকিব। তার সর্বশেষ কয়েকটি টেস্ট ইনিংস শেষ হয়েছে অহেতুক তাড়াহুড়া করতে গিয়ে। এবার অবশ্য সাকিবকে সেই দোষ দেয়া যাচ্ছে না।

তবে আউট হওয়ার ঠিক আগের দুই তিনটা ডেলিভারিতে দেখা গেছে তার ‘চিরায়ত’ তাড়াহুড়ার স্বভাব। তার প্রভাব আউট হওয়ার বলটাতেই পড়েছে কিনা; এমন একটা বিতর্কের পথ কিন্তু খোলাই। সাকিব সেটা বন্ধ করতে পারেননি।

এই টেস্টে বাংলাদেশের ইতিবাচক পরিণতির অনেকটাই এখন নির্ভর করছে মাহমুদুল্লাহ ও সাব্বিরের জুটির উপরে। ইতোমধ্যেই এ দুজন ১৪.২ বলের জুটি গড়ে ফেলেছেন। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিয়াদ। ২০১৫ সালের চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ করার পর আজই প্রথম হাফ সেঞ্চুরি পেলেন তিনি। ওই হাফ সেঞ্চুরির ১০ ইনিংস পর ১১ ইনিংসে এসে বলার মতো স্কোর করলেন রিয়াদ।

রিয়াদ ও সাব্বিরের জুটির মাধ্যমেই ব্যাটসম্যানদের জুটি শেষ হয়ে যাবে। এরপর মিরাজ আছেন, প্রথম ইনিংসে যিনি তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তারপর তাইজুল, তাসকিন ও কামরুল রাব্বি আছেন ব্যাটিং লাইনে। বাংলাদেশ কি পারবে আর ৫৮টা ওভার কাটিয়ে দিতে?

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই