আল্লাহ পাকের অবিশ্বাস্য সৃষ্টি, সাপের মাথায় রংধনু..!
হিমালয়ের পবর্তদেশের তিব্বত অঞ্চলে মেকং নদীর উৎপত্তি এবং নদীটির প্রবাহপথ চীনের হুনান, মায়ানমার, লাওস, তাইল্যান্ড, কাম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যে দিয়ে। নদীর প্রবাহপথ জুড়েই রয়েছে অসংখ্য বিপন্ন প্রাণীর বাস।
হ্যাঁ ঠিকই শুনেছেন বিপন্ন প্রাণী, কারণ এই অঞ্চলের বেশ কিছু জায়গাতেই এই সব প্রাণী মেরে, তা থেকে তৈরি হয় নানাবিধ ওষুধ। কোথাও ব্যবহার করা হয় তাদের হাড়, কোথাও নখ, কোথাও অন্য কোনও দেহাংশ। এমনই ভাবে চলে আসতে থাকায় আজ তারা বিপন্ন হতে বসেছে।
সম্প্রতি গ্রেটার মেকং অঞ্চলে ১৬৩ রকম নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যাতে বেশ খুশি পরিবেশবিদরা। এর মধ্যে, লাওসে পাওয়া গিয়েছে এক নতুন ধরনের ‘গেকো’ বা তক্ষক। তবে, যে প্রাণিটি আলোড়ন ফেলেছে, সেটি হল একটি সাপ। মাথায় তার রাংধনুর রং।
চলতি বছরে প্রকাশিত ডব্লিউডব্লিউএফ-এর এক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের মধ্যে জলজ প্রাণীর প্রায় দুই-তৃতীয়াংশই শেষ হয়ে যাবে, যদি তা মারা বন্ধ না হয়। এবং মেকং নদীর পারে চোরাশিকার বন্ধ না হলে, আগামী ৫০ বছরে এই সব প্রাণী একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন