আল্লাহ-রাসূলের হুঁশিয়ারি, চার ব্যক্তি থেকে সাবধান
আবদুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত, রাসূল (সা:)বলেছেন, চারটি গুণ যার মধ্যে একত্র হবে, সে সত্যিকার মুনাফেক। আর যার মধ্যে এ তিনটি গুনের যে কোন একটি থাকবে সে যতদিন পর্যন্ত তা পরিহার না করবে তার মধ্যে নেফাকের একটি গুণ অবশিষ্ট থাকল।
যখন কথা বলে মিথ্যা বলে। আর যখন কোন বিষয়ে প্রতিশ্রুতি দেয়, তখন তা লঙ্ঘন করে, আর যখন ওয়াদা করে তা খিলাফ করে, যখন ঝগড়া-বিবাদ করে, সে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। মহান আল্লাহ তা’য়ালা রাসূল (সা:) কে আল কোরআনের সুরা আল-মুনাফিকূন-৪ নং আয়াতে বলেন- আপনি যখন তাদের দেখেন তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়।
আর তারা কথা বললে আপনি তাদের কথা শুনেন। তারা প্রাচীরে ঠেকানো কাঠ সদৃশ্য। প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, অতএব, তাদের বিরুদ্ধে সতর্ক হোন। ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে।
সুতরাং মিথ্যা বলা, প্রতিশ্রুতি লঙ্ঘন করা, ওয়াদা ভঙ্গ করা আর গালি-গালাজকারী ব্যক্তি থেকে সাবধান হওয়ার নির্দেশনা রয়েছে ইসলামে। তাই আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন