আসছে ‘সরকার ৩’, থাকছেন অমিতাভ

অমিতাভ বচ্চনের সরকার ছবিটির কথা ভোলার কথা নয় বলিউডভক্তদের। বিখ্যাত ‘গডফাদার’-এর হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত এই ছবি এবং এর সিক্যুয়েল ‘সরকার ২’; প্রশংসা ও সাফল্য পেয়েছিল দুটোই। আলোচিত নির্মাতা রাম গোপাল ভার্মা এবার নির্মাণ করতে যাচ্ছেন এই সিরিজের তৃতীয় ছবি ‘সরকার ৩’। এনডিটিভির খবরে জানা গেল, প্রথম দুটির মতো এবারের ছবিটিও হতে যাচ্ছে তারকাবহুল।
প্রথম দুটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তবে এবারের কাহিনীতে তাঁরা থাকছেন না। এর কারণ হিসেবে রাম গোপালের বক্তব্য, এবারের কাহিনী ভিন্ন সময় ও প্রেক্ষিতের। এ কারণেই এদের দুজনের চরিত্র সেখানে থাকবে না।
রাম গোপাল ভার্মা নিজেই টুইট করে জানিয়েছেন এবারের ছবির বিষয়ে। সেই সঙ্গে কারা থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয়, সেই ফিরিস্তিও দিয়েছেন তিনি। প্রধান খলচরিত্রে এবারে থাকছেন জ্যাকি শ্রফ, যাঁকে ছবিতে দেখা যাবে ‘স্যার’ চরিত্রে।
মনোজ বাজপেয়ি, রণিত রায়, অমিত, রোহিনী হাতনগিড়ি, যামি গৌতমকে দেখা যাবে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে। আর প্রধান চরিত্রে এবারও থাকছেন অমিতাভ বচ্চন।
অভিষেক বা ঐশ্বরিয়াকে এবারের ছবিতে দেখা যাবে না, এর কারণ রাম গোপাল ভার্মা অবশ্য অনেকটা ব্যাখ্যার মতো করে দিয়েছেন, এবারের কাহিনীটি ভিন্ন সময় ও প্রেক্ষিতের ওপরে গড়ে উঠেছে, এ কারণেই এখানে অভিষেক বা ঐশ্বরিয়ার দেখা মিলবে না।
এ বছরের শেষদিকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। মুম্বাই ও ভারতের বাইরে কিছু লোকেশনে ছবির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন