আস্তানায় জঙ্গি দম্পতি! ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট

শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় এক ‘জঙ্গি দম্পতি’ রয়েছে বলে ধারণা করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সদস্যরা। সিটিটিসি জানিয়েছে, দুই মাস আগে বাসাটি ভাড়া নেয় আবু বক্কর নামে এক ‘জঙ্গি’ ও তার স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘সিটিটিসি কাজ করছে। আমরা তাদের সহযোগিতা করছি। তবে ভেতরের পরিস্থিতি কি, তা বলতে পারব না। শুনছি ভেতর থেকে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করছে। ‘
শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী চাতরা বাজারের শিবনগর এলাকায় বুধবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সিটিটিসির সদস্যরা সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। স্থানীয় পুলিশ তাদের সহায়তা করছে। সাধারণ লোকজনের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সিটিটিসি সূত্রে আরও জানা গেছে, বাড়ির মালিকের নাম ঝিন্টু হাজি। তিনি সেখানে থাকেন না। আবু বক্কর নামের একজন প্রায় দুই মাস আগে বাড়িটি ভাড়া নেয়। স্ত্রীকে নিয়ে সে ওই বাড়িতে ওঠে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান
চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগানে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নবিস্তারিত পড়ুন

ছাদ থেকে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আলীনগর মুন্সিপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তিন তলার অরক্ষিত ছাদ থেকেবিস্তারিত পড়ুন
শিশুর বস্তাবন্দি লাশঃ স্বর্ণালংকারের লোভেই শিশুকে হত্যার কথা স্বীকার !
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকবাটি ফতেপুর গ্রামে নিখোঁজের দুদিন পর দুইবিস্তারিত পড়ুন