শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আড়াই বছর পর উইন্ডিজের ভারত জয়

ওয়েস্ট ইন্ডিজ শেষ কবে ভারতকে ওয়ানডে ক্রিকেটে হারিয়েছিল? ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষে বের করতে হল ক্যারিবীয়ানদের সাফল্য।

কারণ নিকট বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বড় কোনো সাফল্য নেই ভারতের বিপক্ষে। আড়াই বছর আগে ওয়েস্ট ইন্ডিজ শেষ ভারতকে ওয়ানডে ক্রিকেটে হারিয়েছিল। ২০১৪ সালের ৮ অক্টোবরের পর গতকাল রোববার ভারতকে হারিয়েছে ক্যারিবীয়রা। অবশ্য এ সময়ে দুই দল খেলেছে আট ওয়ানডে, যার তিনটিতেই কোনো ফল আসেনি। ভারত জিতেছে বাকি পাঁচটিতে।

রোববার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ রানের ব্যবধানে। আগে ব্যাটিং করে অ্যান্টিগা স্টেডিয়ামের স্লো উইকেটে ৯ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অপ্রত্যাশিত স্লো ব্যাটিংয়ে ভারত ১৭৮ রানের বেশি করতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে ২ বল আগেই শেষ হয় সফরকারীদের মিশন। এ জয়ে ওয়ানডে সিরিজে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। চার ম্যাচ ওয়ানডে সিরিজের অবস্থান এখন ২-১ এ।

আগের ম্যাচে মাহেন্দ্র সিং ধোনি ছিলেন নায়ক। এবার ধোনি খলনায়ক! ১০৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া ধোনি ভারতকে ম্যাচ হারিয়েছেন বলে দাবি বিশ্লেষকদের। শেষ ১৬ বছরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে মন্থরতম হাফ-সেঞ্চুরি তুলেছেন ধোনি। তার ধীরগতির ব্যাটিংয়ে চাপ পড়েছে অন্যান্য ব্যাটসম্যানদের ওপর। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারিয়েছেন অন্যান্য ব্যাটসম্যানরা।

১৯০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৪৭ রানে ৩ উইকেট হারায় ভারত। শুরুতেই ধাওয়ান ফিরেন ব্যক্তিগত ৫ রানে। টানা দ্বিতীয় ম্যাচে শর্ট বলে হার মানেন বিরাট কোহলি (৩)। যুবরাজের পরিবর্তে ‍সুযোগ পাওয়া দিনেশ কার্তিকও হতাশ করেন। আউট হন মাত্র ২ রানে। চতুর্থ উইকেটে রাহানে ও ধোনি ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপরই বিপর্যয় নেমে আসে ভারতীয় শিবিরে। সর্বোচ্চ ৬০ রান করা রাহানে লেগ স্পিনার বিশুর বলে আউট হওয়ার পর দ্রুত উইকেট হারায় ভারত। কেদার যাদব (১০), হার্দিক পান্ডিয়া (২০) ও রবীন্দ্রর জাদেজা (১১) দ্রুত সাজঘরে ফিরেন।

শেষ দিকে ধোনি (১১৪) উইকেটে টিকে দলকে জেতাতে চাইলেও পারেননি। ১৭৬ রানে আউট হলে ভারতের জয়ের স্বপ্ন ভেঙে যায়। এরপর ২ রান যোগ করতে শেষ ২ উইকেট হারায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজকে বহুকাঙ্খিত জয় এনে দিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। ডানহাতি এ পেসার ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে ক্যারিবীয়রা। ভারতের হয়ে উমেশ যাদব ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৫ করে রান করেন এভিন লুইস ও কাইল হোপ।

আগামী ৬ জুলাই সিরিজের শেষ ম্যাচে অ্যান্টিগায় মাঠে নামবে দুই দল।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই