ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শেষ : চলছে ভোট গননা
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মাদারীপুরের স্থগিত হওয়া দুটি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে এখন চলছে গননা। আজ বেলা ১২টার দিকে ঘটমাঝি ইউনিয়নের ৩টি স্থগিত হওয়ায় ভোট কেন্দ্রের মধ্যে কুন্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫টি বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ জানান, কুন্তিপাড়া গ্রামের মালেক হাওলাদারের বাড়ীর ৫টি ঘরে আগুন ধরিয়ে দেয় স্বতন্ত্র প্রার্থী বাদল ফকিরের সমর্থকরা। এ সময় বিক্ষুদ্ধরা বাড়ী-ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। তবে ভোট কেন্দ্রের ভিতরে কোন অপ্রীতিকরা ঘটনা ঘটেনি।
মাদারীপুরে স্থগিত হওয়ায় দুইটি ইউপিতে আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোগ গ্রহণ চলে। নির্বাচনে নিরাপত্তার জন্যে নেয়া হয় ৭ স্তরের নিরাপত্তা বেষ্টনি। ৭ ওয়ার্ডে ৭টি কেন্দ্রের ৪৭টি বুথে ১০ হাজার ১২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ওয়ার্ডে ছিল একজন করে ম্যাজিস্ট্রেট। এছাড়া পুলিশ, আনছার, ২ প্লাটুন বিজিপি, র্যাব ও স্ট্রাইকিং ফোর্স ছিল সার্বক্ষণিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতবিস্তারিত পড়ুন
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির একবিস্তারিত পড়ুন
মাদারীপুরে পিতৃহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্নপাড়া গ্রামের পিতৃহীন এক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন