রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ইউরোপীয় মানের সেবা পেতে জনগণকেও তেমন হতে হবে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘জঙ্গিবাদকে প্রাথমিকভাবে রোধ করতে পেরেছি। জঙ্গিবাদের শেকড় চিরতরে উৎপাটনের জন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। বঙ্গবন্ধুর এ বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না।’

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লাইভ’ এ এসেছিলেন আছাদুজ্জামান মিয়া। তিনি পুলিশের বর্তমান কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তাঁর পাশে ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

ডিএমপির পক্ষ থেকে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। ফেসবুকে অধিকাংশ মন্তব্যকারী বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বারবার নেওয়ার অনুরোধ জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। প্রচুর অর্থ খরচ করে বিদেশে যা হয়নি তা বাংলাদেশে হয়েছে। বিভিন্ন এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। বিদেশিদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘হলি আর্টিজানে হামলার পর ওই সব এলাকার রেস্টুরেন্টে লোক ছিল না। এখন লোকজন যাচ্ছে। জীবন স্বাভাবিক হচ্ছে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এখন সবচেয়ে কম অপরাধ সংগঠিত হচ্ছে। এখন রাত ১২টা, ১টা পর্যন্ত লোক চলাফেরা করছে। ছিনতাইয়ের দু-একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু ব্যাপকভাবে হয় না।’

পুলিশ কমিশনার আরো বলেন, ‘চাঁদাবাজ, টেন্ডারবাজকে নিয়ন্ত্রণ করতে পারলে বিনিয়োগ বাড়বে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে যে বিড়ম্বনা হতো, তা বন্ধ হয়েছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব না। পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর এতে দুর্নীতিও বন্ধ হবে।’

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘৫৪ ধারায় বহু লোককে আটক করা হতো। তাতে লাগাম টানা হয়েছে।’ পুলিশ কমিশনার বলেন, ‘জন-হয়রানি বন্ধে সতর্ক দৃষ্টি রাখছি। ধীরে ধীরে ব্যবস্থার উন্নতি হবে।’

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এখনো ১৮৬১ সালের পুলিশ আইন চলছে। ১৮৬১ সালের আইন দিয়ে একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এ ক্ষেত্রে নতুন ও যুগোপযোগী আইন করতে হবে। বিদেশে জরিমানার ভয়ে ট্রাফিক আইন ভঙ্গ করতে চায় না। কারণ জরিমানার পরিমাণ অনেক বেশি থাকে। সবাই পুলিশের কাছে ইউরোপীয় ধাঁচের সেবা চায়। কিন্তু যে দেশে অধিকাংশই আইন মানেন না সেখানে তা পাওয়া কষ্টকর।’ তিনি আরো বলেন, ‘ইউরোপীয় মানের সেবা পেতে জনগণকেও ইউরোপীয় মানের মানসিকতা করতে হবে।’

সাম্প্রদায়িক উসকানি প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। উসকানিমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের একঝাঁক তরুণ মেধাবী কর্মকর্তা এ নিয়ে কাজ করছেন। যারা উসকানিমূলক কাজ করবে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।’

রাজধানীর যোগাযোগব্যবস্থা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, ‘রাস্তা চওড়া হচ্ছে। হকারমুক্ত হচ্ছে। দুই সিটি করপোরেশনের মেয়ররা কাজ করছেন। ট্রাফিক ব্যবস্থার উন্নতি হচ্ছে।’ ট্রাফিক আইন ভাঙা, লাইসেন্সবিহীন গাড়িসহ বিভিন্ন বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এ ক্ষেত্রে পরিবহন, মালিক-শ্রমিকদের এগিয়ে আসতে হবে।’

আধুনিক ব্যবস্থা হলে পুলিশের মধ্যে থাকা দুর্নীতিও কমে আসবে বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশ, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের কাছাকাছি এসেছি আমরা। আধুনিকায়নের কারণে দুর্নীতি অনেক কমে গেছে। ট্রাফিক কার্যক্রমে ইলেকট্রনিক স্লিপ দেওয়া হচ্ছে। নগদ অর্থ নেওয়া বন্ধ আছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শিল্পকলা পুরস্কার পেলেন ১৩ জন আলোকচিত্র শিল্পী

 ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শিরোনামে শিল্পকলা একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারবিস্তারিত পড়ুন

‘আমলাতন্ত্রকে ভেঙে গণমুখী বাজেট তৈরির আহ্বান’

জাতীয় বাজেটকে গণবান্ধব ও কর্মসংস্থানমুখী করতে হলে তেভাগা পদ্ধতিতে যেতেবিস্তারিত পড়ুন

চড়াই-উতরাই থাকবে হতাশ হবেন না: প্রধানমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিস্তারিত পড়ুন

  • দাম বাড়ছেই ডিমের
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • বাকৃবি গবেষকের সাফল্য এই প্রথম সুস্বাদু দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন
  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী