ইসলাম থেকে বিচ্যুতির কারণেই বিশ্বে হানাহানির হচ্ছে: আল্লামা শফী
হেফাজতে ইসলামের আমীর ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, প্রতিটি মুসলিমকে ইসলামের সঠিক নিয়মে চলতে হবে আর এতেই জাগতিক এবং পারলৌকিক মহাশান্তি মিলবে।
রবিবার চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে দাউদকান্দি এসে কড়া নিরাপত্তার মধ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই দিঘীরপাড় দাওরায়ে হাদীস কওমী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, আল্লাহ এবং রাসুলের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ মুসলমানে মুসলমানে হানাহানির সৃষ্টি হয়েছে। এ থেকে রক্ষা পেতে হলে ইসলামের সঠিক নিয়মে চলতে হবে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম সরকার। পরে আল্লামা শফি লক্ষ্মীপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের আমন্ত্রণে লক্ষ্মীপুর মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে নিজ হাতে পাগড়ি পরাণ।
এদিকে শনিবার রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী জামিআ হুসাইনিয়া মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্যদানকালে আল্লামা শফী বলেছেন, পীররা বলে দেশের ১৬ কোটি মানুষের মধ্যে তাবলিগ জামাতসহ আমরা আট কোটি ওহাবী। বাকি আট কোটি মানুষের মধ্যে চার কোটি মহিলা কিয়াম করে না। তাই তারাও ওহাবী। আর যদি তোমাদের স্ত্রী, মা-বোন, খালা, চাচীরা নিজেদের কিয়াম না করার বিষয় স্বীকার করে তাহলে বাকি চার কোটি মানুষও ওহাবী। তবে দেশে সুন্নী কোথায়।
তিনি পীরদের প্রতি প্রশ্ন রেখে বলেন, আমরা যে ওহাবী এর কোনো প্রমাণ নেই। শনিবার রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী জামিআ হুসাইনিয়া মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্যদানকালে আল্লামা শফী এসব কথা বলেন।
দুদিনব্যাপী মাহফিলের শেষ দিন তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, শান্তির পথ অবলম্বন করতে সবাইকে ইসলামের পতাকাতলে স্থান নিতে হবে। ইসলামের বিধিনিষেধ মানতে হবে। তবেই পরকালে নাজাত পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন