‘ইয়া আল্লাহ’ জিকিরের ফজিলত
মহান আল্লাহ তায়ালার ৯৯টি নামের মধ্যে ‘ইয়া আল্লাহ’ একটি। মূলত প্রত্যেকটি নাম দ্বারা আল্লাহর এক একটি শক্তি বা মহিমা বর্নিত হয়। যে নামের যে গুন বা অর্থ ঐ নামের জিকির দ্বারা ঐ রুপ ফযীলত পাওয়া যায় বলে জানা যায়।
‘ইয়া আল্লাহ’ নামের ফজিলত নিম্নরূপ-১) হযরত বায়জীদ বোস্তামী (রহ:) নিজের আমল দ্বারা বর্ননা করিয়া গিয়াছেন যে, “ইয়া আল্লাহ” এই পবিত্র নামটি দৈনিক ৪৩৫৬ বার করিয়া ৪০ দিন পর্যন্ত জিকির করিলে আল্লাহ তার মনের সমস্ত বাসনা পুর্ন করে থাকেন। কিন্তু শর্ত এই যে,আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা ফকির মিসকিনদের দান খয়রাত করিতে হবে।অন্যথায় এই ফযীলত বহাল থাকবে না।
২) প্রত্যহ ১০০ বার এই নামে জিকির করিলে ইমান শক্ত হয়।
৩) চিকিৎসকগন যে রোগীর আসা ছাড়িয়া দেন তাহার শেষ ঔষধ এই নামের জিকির করা।
৪) জুময়ার দিন জুময়ার নামাজের পুর্বে নর্জিন স্থানে বসিয়া ২০০ আর এই নাম জিকির করলে মনের বাসনা পুর্ন হয়।
৫) রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন , সকল যিকির হইতে আল্লাহ নামের যিকির উত্তম।তিনি আরও বলেছেন,যে ব্যাক্তি এই নামে যিকির কওে তাহার অন্তরে এবং মৃত্যু হলে তাহার কবওে নূও চমকাইতে থাকিবে।
৬) পাক পেয়ালায় ৬৬ বার এই নামলিখিয়া পানিতে ধুইয়া পিড়িত ব্যাক্তিকে খাওয়ালে রোগ মুক্তি হবে ইনশাল্লাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন