উত্তরায় খালে রহস্যময় তিন ট্রাভেলব্যাগ
উত্তরার দিয়াবাড়ি খালে যেখান থেকে এক সপ্তাহ আগে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল, সেখান থেকেই এবার তিন ব্যাগ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে খালের ৪ নম্বর ব্রিজের নিচ থেকে ব্যাগ তিনটি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান।
তিনি বলেন, ওই খালে আরও অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে সকালে পুলিশ ডুবুরি পাঠাতে অনুরোধ করে। ১১টা ৪০ মিনিটে আমাদের তিনজন ডুবুরি ওই খালে নেমে ব্যাগগুলো উদ্ধার করেন। ব্যাগে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে জানালেও সেগুলো কী ধরণের যন্ত্র তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি মিজানুর। উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা জানান ট্রাভেলব্যাগ তিনটি এখনো খোলা হয়নি, বেশ ভারী এসব ব্যাগে ইলেকট্রনিক্স সরঞ্জাম রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ ও ১৮ জুন দিয়াবাড়ির এ খালে অভিযান চালিয়ে শতাধিক পিস্তল ও হাজার রাউন্ড গুলি উদ্ধার করে ফায়ার ব্রিগেড কর্মীরা। এক সপ্তাহ পর আজ শনিবার ওই একই খালে নতুন করে তিনটি বড় আকারের ট্রাভেলব্যাগ পাওয়া যায়। আরো আগ্নেয়াস্ত্র আছে কি না তা নিশ্চিত করতে অনুসন্ধান চালাবে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন