‘উত্তর কোরিয়া-আমেরিকার লড়াইতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত’
উত্তর কোরিয়া আর আমেরিকার মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি।যে কোনও হামলা চালানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। আমেরিকার গুয়াম দ্বীপে তাই সেনা মোতায়েন করে রেখেছে। একদিকে হুমকি দিচ্ছেন কিম জং উন। অন্যদিকে, হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যেই ভারতের ভূমিকা নিয়ে কথা বললেন এক মার্কিন কমান্ডার।
মার্কিন পেসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জানিয়েছেন, ভারত কি ভূমিকা নেবে, তা ভারতের উপরেই নির্ভর করবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মন্তব্যের যথেষ্ট প্রভাব রয়েছে। ভারতের যে কোনও বক্তব্যে অন্যান্য দেশ গুরুত্ব দেয় বলে মনে করেন তিনি। তাই মার্কিন ওই সেনা অফিসারের মতে, উত্তর কোরিয়া ইস্যুতে ভারত বিশেষ ভূমিকা নিতেই পারে। কার্যত যে দেশের সেনানায়কের উদ্যোগে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়েছিল, সেই দেশকেই সম্মান জানালেন আমেরিকার এই সেনা অফিসার। উল্লেখ্য, কোরিয়ার যুদ্ধের পর ভারতের প্রাক্তন সেনাপ্রধান তথা রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের প্রধান জেনারেল থিমায়া ওই স্থান পরিদর্শন করেন ও তাঁর উদ্যোগেই দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করা হয়।
পিয়ংইয়ং-এর তরফে বলা হয়েছে, গুয়াম দ্বীপে একটি হামলার চালানোর পরিকল্পনা করা হচ্ছে তৎপরতার সঙ্গে। এই দ্বীপ আসলে মার্কিন সেনার একটি ঘাঁটি। এখানে আমেরিকার সাবমেরিন স্কোয়াড্রন রয়েছে। একটি এয়ারবেস ও একটি কোস্ট গার্ড গ্রুপও রয়েছে সেখানে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, কিম জং উন সিদ্ধান্ত নিলেই হামলা করা হবে। অন্য এক মুখপাত্র আবার দাবি করেছেন, আমেরিকা বেশি এগোতে চাইলে তাদের সব ঘাঁটিই উড়িয়ে দেওয়া হবে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল টেস্ট ও নিউক্লিয়ার প্রোগ্রামে বাধা দিতে চাইলে তারা বলপ্রয়োগ করবে বলেও জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন