এই স্কুলে শিক্ষকরা থাকে না
সরকারি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো কোনো নিয়মে চলে না সন্দ্বীপের কার্গিল উচ্চ বিদ্যালয়। বেশির ভাগ সময়ই বন্ধ থাকে স্কুলটি। বিশাল অবকাঠামো সুবিধা থাকলেও শিক্ষার্থী সংকটে আছে স্কুলটি।
চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের হরিশপুরে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯০২ সালে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয় বলে এই জনপদের স্কুল ভবনগুলোও তৈরি করা হয়েছে টেকসই আর বিশেষ ডিজাইনে।
চট্টগ্রাম শহরে শিক্ষকরা থাকতে যতোটাই পছন্দ করেন ততোটাই অপছন্দ করেন এই জনপদে থাকতে। এসব কারণে সব সময়ই শিক্ষক সংকটে থাকে স্কুলটি। বর্তমানে এই স্কুলে কর্মরত আছেন দু’জন শিক্ষক। তবে তাদের পাওয়া যায় না কখনোই।
শিক্ষার্থীরা বলছেন, স্কুলের সমস্যা মূল কারণ হল শিক্ষক সংকট, এই স্কুলে শিক্ষক থাকে না। তাই বেশিরভাগ সময় স্কুলটি বন্ধ থাকে।
২০১৫ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে যখন এসএসসি পরীক্ষা দিয়েছে শত শত শিক্ষার্থী তখন উপজেলার এই সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে মাত্র ১৩ জন। স্কুল বন্ধ থাকায় লাগাতার কয়েক দিন চেষ্টা করার পরও খুঁজে পাওয়া যায়নি শিক্ষকদের।
তবে প্রায়ই মনের টানে স্কুলে ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা । তারাও জানালেন কখনোই তারা স্কুল খোলা পান না। এই স্কুলের এসএসসি ৮১ সালের ব্যাচের বিপুল ইসলাম বলেন, কি নেই এই স্কুলে সুন্দর ভবন, খেলার মাঠ।অনেক নামী দামী স্কুলের থেকেও ভালো। আমি গত মাস তিনেকের মধ্যে চারবার এসে বন্ধই পাচ্ছি।
আরেক শিক্ষার্থী ৭৮ সালের ম্যাচের এম এ বারি বলেন, স্কুলের এমন অবস্থা দেখে আমি হতাশ, এটা সত্যিই হৃদয় বিদারক।
শীর্ষ পর্যায় থেকে কঠোর নজরদারিই পারে গ্রামীণ এই স্কুলগুলোর পরিবেশ আরো সুন্দর করতে এমনটি মনে করেন এলাকাবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন