একাধিকবার শ্লীলতাহানি করা হয়েছে আমাকে: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
স্পষ্টবক্তা হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। অবিনাশ দাশের ছবি ‘আনারকলি অব আরাহ’তে শেষ বড়পর্দায় দেখা গিয়েছে তাকে। সাম্প্রতিক সাক্ষাৎকার ছবি নয়, বরং শেয়ার করলেন জীবনের নানা ঘটনা। একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছেন স্বরা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, রাজকোটে ‘প্রেম রতন ধন পায়ো’র প্রোমোশনের সময় শ্লীলতাহানি করা হয় আমার। আমি সালমান স্যরের সঙ্গে ছিলাম। প্রায় দু’হাজার মানুষ বিমানবন্দরে এসেছিলেন ওঁকে দেখতে। ঘিরে ধরেন আমাদের। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল। সেখানেই ঘটনাটি ঘটে। কেউ বুঝতে পারেননি। পরে আমি যাতে ঠিকমতো গাড়িতে উঠতে পারি, ভিড় ঠেলে তার ব্যবস্থা করে দেন অনুপম খের।
তবে এই ঘটনা স্বরার জীবনে প্রথম নয়। এর আগে মুম্বাই ও দিল্লি দুই শহরেই শ্লীলতাহানি ও ইভটিজিং-এর শিকার হয়েছেন তিনি। দিল্লিতে তার সঙ্গে যখন ওই ঘটনা ঘটে তিনি ঘুরিয়ে চড় মেরেছিলেন ছেলেটিকে। উপস্থিত সকলে নাকি অবাক হয়ে গিয়েছিলেন। কারণ মেয়েরা শ্লীলতাহানির প্রতিবাদ করবেন এটা যেন অস্বাভাবিক ঘটনা।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে স্বরা শেয়ার করেছেন মুম্বাইয়ের একটি ঘটনাও। তাঁর কথায়, মু্ম্বাইতে সে বছর আমি প্রথম এসেছি। লোকাল ট্রেনে করে কোথাও একটা চেক আনতে যাচ্ছিলাম। বিকেলবেলা, ফলে কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাত্ই এক ড্রাগ অ্যাডিক্ট কামরায় ওঠেন। ঘুরে তাকাতেই দেখি তিনি হস্তমৈথুন করছেন। মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে যাই। বুঝতে পারি না, কী করব? তখনই নিজেকে সামলে নিয়ে ছাতা দিয়ে বেধড়ক পিটিয়েছিলাম।
স্বরার সব বয়সের মহিলাদের কাছে আবেদন, এমন কোনও ঘটনা ঘটলে মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করুন। তা না হলে কখনওই পরিস্থিতি বদলাবে না। – আনন্দবাজার পত্রিকা
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন