শনিবার, মে ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এক ঘণ্টায় আড়াই লাখ চারা রোপণ!

সুন্দর এই পৃথিবীতে নির্মল বাতাসে দীর্ঘশ্বাস নিতে ও ছায়াময় বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তারাগঞ্জবাসী এক ঘণ্টার কম সময় নিয়ে আড়াই লাখ গাছের চারা লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মহাসড়কসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫৩টি রাস্তার দুই ধারে ৪০ প্রজাতির ফুল, ফল ও ওষুধি গাছ রোপণ করে স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা মধ্যে প্রতি দুইজন ১০ থেকে ১৫টি চারা গাছ রোপণ করেন।

পূর্ব নিদের্শনা অনুযায়ী, সকাল থেকে দলে দলে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কৃষক-কৃষাণী, বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ হাজারেরও বেশি মানুষ রাস্তায় হাতে চারা গাছ ও খুঁটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন।

এর আগে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, এডিসি জেনারেল ডা. মাহাবুব-উল-করিম, ও রংপুরের অতিরিক্ত মেজিষ্ট্রেট একেএম মারুফ হাসান ‘সবুজ তারাগঞ্জ গড়ি’শ্লোগানে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আতিয়ার রহমান, কৃষি অফিসার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ঘড়ির কাঁটা সকাল ৭টার ঘরে পৌঁছালেই বাঁশি ও শিক্ষার্থীদের হাতে থাকা ড্রাম বেজে ওঠে। এরপর অতিথিদের সঙ্গে সবাই এক সঙ্গে চারা রোপণ করেন।

সকাল ৭টা থেকে সকাল ৮টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সময়ের আগেই চারা রোপন শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা বলেন, গিনেসবুক বা বিশ্বরেকর্ডের জন্য নয়, সবুজ ছায়াময় তারাগঞ্জ গড়তেই প্রায় ১১ মাস আগে তারাগঞ্জ উপজেলাকে আলোকিত করতে এই বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা করা হয়। উপজেলা পরিষদের একাধিক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা করে এ কর্মসূচি হাতে নেয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের এলজিএসপির আর্থিক সহযোগিতা ও বিভাগীয় কমিশনারের সহায়তায় বনায়ন থেকে এক লাখ চারা সংগ্রহ করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার সাধারণ জনগণ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্থানীয় নার্সারী থেকে দুই হাজার আটশ’, বিএমডিএ থেকে পাঁচ হাজার চারা সংগ্রহ করা হয়।

এ উপলক্ষে পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইমাম,শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা, কৃষক-কৃষাণী নিয়ে ৪০টির বেশি সভা করা হয়। কর্মসূচি সফল করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি ১৮টি পরিচালনা কমিটি গঠন করা হয়।

জিলুফা সুলতানা জানান, ১৫ দিন আগেই কর্মসৃজন কর্মসূচি ও আরএমপির মহিলাদের মাধ্যমে রাস্তার দুই ধারে গর্ত খোঁড়ার কাজ শেষ করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে চারা রোপণের মহড়াও করা হয়।

তিনি বলেন, বুধবার সারারাত জুড়ে রাস্তার গর্তগুলোর পাশে রাখা হয় চারা গাছ ও বাঁশের খুঁটি। যেন সময় মতো গাছ রোপণ করা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক

রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন

ট্রাকচালকের আসনে ছিল হেলপার

পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

  • দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ
  • রংপুরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেফতার
  • গৃহবধূ হত্যায় স্বামী ও দেবরের ফাঁসি
  • বাল্যবিয়ের প্রতিবাদে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
  • স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে অসহায় স্বামীর মামলা
  • রংপুরে গাছে বাসের ধাক্কা, তিনজন নিহত
  • পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
  • খাদিজাকে বাঁচাতে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় শিল্পীরা
  • রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার
  • রংপুরে ২ গৃহবধূ নিহত, স্বামীরা আটক
  • যে কম্বল দেয় তা দিয়া ঠাণ্ডা কাটে না বাহে
  • রংপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক!