এক ছবিতে দুই মাহি
এবার এক ছবিতে অভিনয় করবে দুইজন মাহি। একজন বাংলাদেশের চলচ্চিত্রের এ প্রজন্মের সবচেয়ে সফল নায়িকা মাহিয়া মাহি। ভাবছেন আরেকজন মাহি আবার কে? ঘাবড়ানোর কিছু নেই, আরেকজনও আমাদেরই মিষ্টি মেয়ে মাহি।
আসল কথা হচ্ছে, এই সময়ের নামকরা পরিচালক বদিউল আলম খোকনের নাম ঠিক না হওয়া পরবর্তী ছবিতে দ্বৈত চরিত্রে হাজির হচ্ছেন ‘অগ্নি’ কন্যা মাহি। একটি চরিত্রে নিজের নাম মাহি হিসেবেই দেখা যাবে তাকে। অন্য চরিত্রটির নাম মিথিলা।
ছবিতে মাহি এবং মিথিলাকে দেখা যাবে যমজ দুই বোনের চরিত্রে। মাহি মাদকাসক্ত। অন্যদিকে মিথিলা বেশ শান্ত স্বভাবের। তবে ছবির মাঝপথে এসে অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে মিথিলাকে।
ছবির নাম ঠিক না হলেও যমজ দুই বোনের নায়ক ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। দুই মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকবেন এ প্রজন্মের দুই সফল অভিনেতা আরেফিন শুভ এবং জায়েদ খান। অন্তত এমনটাই নিশ্চিত করা হয়েছে পরিচালকের পক্ষ থেকে।
আগামী ১০ এপ্রিল থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আপাতত তাই দু’জন মাহিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন