সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এক ম্যাচ নয়, দুই ম্যাচে নিষিদ্ধ শাহজাদ

রাজশাহী কিংস আর রংপুর রাইডার্সের মধ্যকার সোমবার অনুষ্ঠিত ম্যাচের তিন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজশাহীর সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে রংপুরের শাহজাদকে। আর জরিমানা গুণতে হচ্ছে রাজশাহীর সাব্বির এবং রংপুর রাইডার্স অধিনায়ক লিয়াম ডসনকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত রংপুর আর রাজশাহীর ম্যাচের পরই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল জানিয়েছিলেন, এক ম্যাচের জন্য নিষিদ্ধ মোহাম্মদ শাহজাদ, একই সঙ্গে তার জরিমানাও হচ্ছে। শুধু শাহজাদই নয়, সাব্বির রহমান এবং লিয়াম ডসনের জরিমানার কথাও জানিয়েছিলেন তিনি। তবে, ম্যাচ রেফারির শুনানি শেষে বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, এক ম্যাচ নয়, দুই ম্যাচের জন্যই নিষিদ্ধ হয়েছেন শাহজাদ।

বিসিসি কোড অব কন্ডাক্টেরের ২.১.১ ধারা ভঙ্গ করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন শাহজাদ। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হবে এ আফগানিকে। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া আচরণ বিধির নিয়মানুযায়ী চারটি ডিমেরিট পয়েন্টও যোগ হবে তার। ধারা ৭.৫ অনুযায়ী কোন খেলোয়াড়ের নামের পাশে চার ডিমেরিট পয়েন্ট যোগ হলে তাকে কমপক্ষে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সে নিয়ম অনুযায়ী বিপিএল-২০১৬ এর রংপুর রাইডার্সের পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না শাহজাদ।

গত ম্যাচে রংপুরকে নেতৃত্ব দেওয়া ডসনকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার। ২.১.৫ ধারা ভঙ্গ করায় এ শাস্তি পেতে হয় তাকে। লেভেল ২ মাত্রার এ অপরাধের সর্বনিম্ন শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ ৩০ শতাংশ জরিমানার পাশাপাশি এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়।

এছাড়াও শাস্তি পেতে হয়েছে রাজশাহীর সাব্বির রহমানকেও। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। ২.১.১ ধারা ভঙ্গ করায় লেভেল ১ মাত্রার শাস্তি দেওয়া হয় তাকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার খাতায়।

উল্লেখ্য, তাদের বিপক্ষে ম্যাচ রেফারী নিয়ামুর রশিদ রাহুলের কাছে অভিযোগ আনেন মাঠের চার আম্পায়ার। দুই অনফিল্ড আম্পায়ার রিয়াজ ওয়াকার ও গাজী সোহেল, টিভি আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু।

গত ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তিরস্কার করা হয় বরিশাল বুলসের ক্যারিবিয়ান অলরাউন্ডার রায়াদ এমরিতকে। ২.১.৫ ধারা ভঙ্গ করায় লেভেল ১ মাত্রায় তাকে অপরাধী বিবেচনা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী