এবারের বর্ষসেরা ভারতীয় যাঁরা

ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি এবারের ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে। মঙ্গলবার বিকেলে ১৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ফ্লিপকার্ডের সহ প্রতিষ্ঠাতা শচীন বানশাল, স্ন্যাপডিলের সহ প্রতিষ্ঠাতা কুনাল বাল, পেটিমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা, কুইকির প্রতিষ্ঠাতা প্রণয় চুলেট, যোমাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দ্র গয়াল এবং পঙ্কজ চাট্টা এবং ইনমোবির সহ প্রতিষ্ঠাতা অভয় সিংঘল।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রথম নারী চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যকে দেওয়া হয়েছে ‘ট্রান্সফরম্যাশনাল লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। সান ফার্মাসিটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ সাংভি পেয়েছেন ‘বিজনেস লিডার অব দ্য ইয়ার’ পুরস্কার।
টেনিস তারকা সানিয়া মির্জা এবং ব্যাডমিন্টন তারকা সায়না নেহালকে দেওয়া হয়েছে ‘স্পোটর্সপারসন অব দ্য ইয়ার’ পুরস্কার। ভারতের উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস টু দ্য ন্যাশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন অভিনেতা সিদ্ধার্থ, আইএএস কর্মকর্তা আমুধা, গজলক্ষ্মী, গানদ্বীপ সিংহ বেদি, অশোক, অর্জুন মুরগান ও অর্জুন রমণ।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘অ্যাক্টর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ (নারী) পেয়েছেন। হায়দ্রাবাদের বোলান্ট ইন্ডাস্ট্রির প্রধান নিবার্হী কর্মকর্তা দৃষ্টি প্রতিবন্ধী শ্রীকান্ত বোলা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে দেওয়া হয়েছে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
‘রিয়াল টাইগার’ ক্যাটাগরিতে পুরস্কারে পেয়েছেন বিলিন্ডা রাইট ও বাল্মীক থাপর। শিল্প উদ্যোক্তা নেহা কিরপল পেয়েছেন ইয়াং ‘ইন্টারপ্রিনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। বলিউড অভিনেতা রনবীর সিং পেয়েছেন ‘ইন্টারটেইনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’। অভিনেতা ইরফান খান ‘অ্যাক্টর অব দ্য অ্যাওয়ার্ড’ (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাকে ভূষিত করা হয়েছে ‘গোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারে। যদিও নাদেলা এ অনুষ্ঠানে হাজির হতে পারেন নি। তবে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। মুম্বাই স্কুল ক্রিকেটে সদ্য সহস্রাধিক রান করা অটোরিকশা চালকের ছেলে প্রণব ধানওয়ারেকে দেওয়া হয়েছে ‘অ্যাগেইন্টস অল অডস’ পুরস্কার।
ভারতীয় হিসেবে দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০০৫ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে এনডিটিভি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন