এবার চলছে বিক্ষোভের আড়ালে গণধর্ষণ!

ভারতের হরিয়ানা রাজ্যের মুর্থালে গত সপ্তাহে চাকরি ক্ষেত্রে কোটা ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে জাঠ সম্প্রদায়ের আন্দোলনের আড়ালে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে কেউ এ বিষয়ে মুখ খুলছে না। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ সহিংসতার সময় ওই রাজ্যে গাড়িতে চলাচলকারী নারীরা গণধর্ষণের শিকার হয়েছেন বলে তথ্য রয়েছে। তবে পুলিশ বলছে, গত রবিবার ধর্ষণের আলামত হিসেবে তারা কিছু আলামত হিসেবে তারা কিছু জামা-কাপড় পেলেও এ বিষয়ে কেউ মুখ খুলছে না, কোনো প্রত্যক্ষদর্শী এগিয়ে আসছে না, কেউ কোনো অভিযোগও করেনি। এছাড়া স্থানীয় গ্রামবাসীরাও কিছু বলছেন না।
হরিয়ানা রাজ্যের পুলিশ প্রধান যশ পল সিঙ্গাল বলেন, বিষয়টি আমারা অত্যন্ত আন্তরিকার সঙ্গে দেখছি। এ ব্যাপারে তথ্য সংগ্রহে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি। তিনি বলেন, আমরা তদন্ত করব এবং এটা নিশ্চিত করে বলতে পারি অপরাধীদের শাস্তি নিশ্চিত করবো।
ইতিমধ্যে জাঠ বিক্ষোভে গণধর্ষণের ঘটনার বিষয়ে অভিযোগ নেওয়ার জন্য তিন নারী পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, হরিয়ানা বিক্ষোভে গণধর্ষণের ঘটনা নিয়ে তীব্র বিতর্কের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী এমএল খাত্তার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় একটি সংবাদপত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ সময় ৩০ জনের একদল বিক্ষোভকারী কমপক্ষে ১০ জন নারীকে গাড়ি থেকে নামিয়ে পার্শ্ববর্তী মাঠে নিয়ে গণধর্ষণ করে। পরে তাদের ব্যবহৃত গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। এতে আরও বলা হয়, ওই নারীরা ততক্ষণ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন যতক্ষণ তাদের পরিবারের সদস্যরা এসে তাদের উদ্ধার করে। এ বিষয়ে যাতে কোনো ধরনের অভিযোগ করা না হয় সে জন্য ধর্ষিত নারীদের শাসিয়ে যায় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন