মঙ্গলবার, মে ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে প্রচারণা

এমপিদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ

জেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কিছু সংখ্যক সংসদ সদস্যদের (এমপিদের) নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কোন কোন এলাকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন- এমন অভিযোগ পাওয়ার পর ওইসব এলাকার এলাকা ছাড়তে বলা হয়েছে বলে সোমবার রাজধানীর শেরেবাংলানগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

এ সময় তিনি আরও জানান, জেলা পরিষদ নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

দেশের ৬১ জেলার ৬৫ হাজার নির্বাচিত প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৮ ডিসেম্বর ৫৯ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তবে চেয়ারম্যান পদে ভোট হবে ৩৯ জেলায়। এরই মধ্যে ২২ জন জেলা পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতি জেলায় মোট ভোট কেন্দ্র ১৫টি। নির্বাচনে মেয়র পদে ১২৪ জন, সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ ও সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রার্থী রয়েছেন। ৫৩ জন সংরক্ষিত সদস্য ও ১৩৯ জন সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৬৩ হাজার ১৪৩ জন, যার মধ্যে পুরুষ ৪৮ হাজার ৩৪৩ ও নারী ১৪ হাজার ৮০০ জন। ভোটারদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। ভোটারদের আসা-যাওয়ার পথে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। ইতোমধ্যে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে : ওবায়দুল কাদের

বিশ্বের অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে, এমন দাবি আমরাবিস্তারিত পড়ুন

গনতন্ত্র সুসংহত করাতে সবার অংশগ্রহণ জরুরী : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামবিস্তারিত পড়ুন

  • সেনাবাহিনীকে দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
  • নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন
  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 
  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস