এ এক অন্য ‘ঢাকা’
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এবং বর্তমান বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন শুরু হবে আজ! এর আগেই দলটি ঘোষণা দিয়েছিল এই সম্মেলন হবে স্বরণকালের সেরা। এর ক্ষুদ্র প্রতিচ্ছবি’ই যেন এখন রাজধানী ঢাকা।
বিমানবন্দর থেকে সম্মেলন স্থল সোহরাওয়ার্দী উদ্যান। একই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর সবকটি প্রবেশ পথ সহ ঘোটা ঢাকা’ই এখন বর্ণিল সাজে। বিশেষ করে আজ সম্মেলনের আগের রাত যেন অচেনা নগরীতে পরিণত হয়েছে। নগরবাসীর দৃষ্টিতে ‘এ এক অন্য ঢাকা’।
ঝাড় বাতির আলোয় আলোকিত ঢাকা এখন উৎসব মুখর। সম্মেলন স্থলের আশপাশ ঘিরে এখনো রয়েছে নেতাকর্মীদের বিচরণ। বিশেষ করে তৃণমূল এর নেতাকর্মীদের কাছে এটি যেন অন্য এক আবেগের প্রতিচ্ছবি। এমনি একজন ‘শফিকুল ইসলাম’। তিনি গোপালগঞ্জ এর টুঙ্গীপাড়া বর্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সম্মেলন স্থলের মূল মঞ্চ এর পাশে বিডি টুয়েন্টিফোর লাইভের প্রতিবেদকের সাথে কথা হয় তার। তার মতে ‘এই সময়ের অনুভূতি’টা দলের কর্মীদের কাছে অন্যরকম। শত কায়িক কষ্ট কিছুই মনে হয় না’।
‘সম্মেলনে সারাদেশ থেকে ৬ হাজার ৫শ’ ৭০ জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটসহ অন্তত লক্ষাধিক নেতা-কর্মী এখন রাজধানীতে।’
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বৈচিত্র্যময় সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা’কে। রঙিন আলোয় সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। মঞ্চ এবং আশপাশের ২৮টি এলিডি পর্দায় পুরো অনুষ্ঠান প্রদর্শিত হতেও প্রস্তুত।
প্রসঙ্গত ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’ এমন শ্লোগানকে সামনে রেখে আ’লীগের কাউন্সিলে চোখ ধাঁধানো আয়োজনে ১০০ বিদেশি রাজনীতিবিদ। হবেন বলে আশা করছে দলটি।
উল্লেখ্য, ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন এর মাধ্যমে আগামী ৩ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্ধারণ করবে দলটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন