কাজির ভোঁ-দৌড় তাও বিয়ের অনুষ্ঠান রেখে !
রাজশাহীতে একটি বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ। এসময় ভ্রাম্যমাণ আদালতের শাস্তি থেকে বাঁচতে দৌড়ে পালান কাজি। পালিয়ে যান আমন্ত্রিত অতিথিরাও।
সোমবার দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। বাল্য বিয়ের আয়োজন করায় এ সময় বর ও কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে কারাদণ্ড দেন নির্বাহী অফিসার মামুনুর রশিদ।
আদালত সূত্র জানায়, সোমবার উপজেলার হরিপুর গ্রামের আজহার আলীর সপ্তম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী নাসরিন খাতুনের (১৪) সঙ্গে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লার সিহাব আলীর ছেলে রাকিবুল ইসলামের (১৮) বিয়ের আয়োজন করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশ দেখে ভোঁ-দৌড় দিয়ে পালিয়ে যান ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি)। পালিয়ে যান বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিরাও।
পরে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনের বাবাকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।
ছেলে-মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে দেবেন না- এমন মুচলেকাও আদায় করা হয় তাদের কাছ থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন