মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারওয়ান বাজারে ঢাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার কারওয়ান বাজার মোড়ে আনসার সদস্যদের সঙ্গে ‘হাতাহাতির’ পর সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কনস্টেবল মুন্নী জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সোমবার বেলা পৌনে ২টা থেকে আড়াইটা পর্যন্ত কারওয়ানবাজার থেকে চার দিকের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

এতে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। পরে যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।

আলোকচিত্রী আবদুল মান্নান দীপ্ত ঘটনাস্থল থেকে জানান, বাংলা মোটরের দিক থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সার্ক ফোয়ারা এলাকায় সিগনালের মধ্যেই সামনে এগোতে চাইলে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়।

পরে আনসার সদস্যরা কয়েকজন ছাত্রকে মারধর করে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

এরপর বাসে থাকা শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক আটকে বিক্ষোভ শুরু করে। এই পরিস্থিতিতে ফার্মগেইট, শাহবাগ, পান্থপথ ও এফডিসিগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ জিডি করার পরামর্শ দিয়ে বিষয়টি দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায় এবং যান চলাচল শুরু হয় বলে জানান দীপ্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গুলশান হয়ে বারিধারাগামী ‘ফাল্গুন’ নামের ওই বাসের ‘স্টুডেন্টস কমিটির’ সভাপতি শামস মিরাজ বলেন, “সিগনালে পড়ে হর্ন বাজানোর কারণে পুলিশ ও আনসার সদস্যরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আমাদের পাঁচজনকে তারা পুলিশের গাড়িতে তুলে মারধর করে এবং মোবাইল ফোন রেখে দেয়।”

মোবাইল ফোনগুলো উদ্ধারের জন্য আলোচনা করছেন বলে জানান শামস।

অন্যদিকে রমনা থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থীদের বহনকারী বাসটি সিগনাল না মেনে এগোতে চাওয়ায় আনসারদের সঙ্গে ঝামেলা শুরু হয়। আনসার সদস্য রামজানকে তারা গাড়িতে তুলে মারধরও করে।”

আহত রমজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ট্রাফিক কন্ট্রোল রুমের কনস্টেবল মুন্নী বেলা ২টা ৪০ মিনিটে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন যান চলাচল করছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া