শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কেরানীগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

কেরানীগঞ্জে স্ত্রীকে খুন করে নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বামী দেলোয়ার হোসেনের (৪০) বিরুদ্ধের। নিহত স্ত্রীর নাম জেসমিন আক্তার (৩৫)। আজ রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় জনৈক বাবুল মিয়ার ৫ম তলা ভবনের ৪র্থ তলায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির মালিক বাবুল মিয়া দেলেয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিআইডির ক্রাইমসিন বিভাগের সদস্য, র‌্যাব-১০, ডিবি পুলিশ ও থানা পুলিশ। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ নিহত জেসমিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, বাবুল মিয়ার বাড়ির ৪র্থ তলার ওই ফ্লাটটি প্রায় ৫ মাস আগে ভাড়া নেয় আমির হোসেন নামে এক ব্যক্তি। পরে ৩/৪ মাস আগে আমিরের ফ্ল্যাটে সাবলেটে ভাড়া নেয় দেলোয়ার ও জেসমিনের পরিবার। তাদের গ্রামের বাড়ি বরগুনার জেলার সদর থানার গুপ্তাখালি গ্রামে। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী ও জেসমিন আলফা কলম ফ্যাক্টরীতে রান্নার কাজ করত। তাদের ছোট ছেলে গ্রামে নানিবাড়ীতে থাকে এবং বড় ছেলে তামিম ফার্নিচারের দোকানে কাজ করত। তবে সে কয়েকদিন আগে গ্রামে নানি বাড়িতে বেড়াতে যায়।

সাবলেট ভাড়াটিয়া আমির হোসেন তার স্ত্রী লাবনী আক্তারের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, আমার দাদি শাশুরি সকালে মারা যায়। দুপুরে আমার স্ত্রী আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি তাকে সেখানে চলে যেতে বলি। কিছুক্ষণ পরে আমার স্ত্রী আমাকে ফোন করে জানায় পাশের রুমের এ অবস্থা। পরে আমি ছুটে এসে দরজা খুলে দেখি মেঝেতে জেসমিনের লাশ পরে আছে। আর খাটের ওপর গলায় ছুরিকাঘাত নিয়ে দেলোয়ার কাতরাচ্ছে। আমাকে দেখে দেলোয়ার ইশারায় কাছে ডেকে কয়েকটি মোবাইল নাম্বার দেয়। আমি ওই নাম্বারগুলোতে ফোন দিয়ে তাদের এক আত্মীয়কে বিষয়টি জানাই। এরপর বাড়ির অন্যান্য ফ্ল্যাটের ভাড়াটিয়া এবং বাড়ির মালিককে বিষয়টি জানাই। পরে বাড়ির মালিকসহ অন্যান্য লোকজন এসে দেলোয়ারকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে হাসনাবাদ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেই।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে জেসমিনের লাশ মেঝেতে পরে থাকতে দেখা যায়। আর খাটের ওপর পড়ে রয়েছে একটি ছুড়ি। জেসমিনের মাথায় ভাড়ী আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে পুলিশি হেফাজতে তার অস্ত্রপাচার চলছে। জেসমিনের লাশ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকিয়া প্রেমের জের ধরে স্বামী দোলোয়ার ভাড়ী বস্তু দিয়ে আঘাত করে স্ত্রী জেসমিনকে হত্যা করে। পরে সে নিজেই ছুড়ি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের ফ্ল্যাটের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দেলোয়ার সুস্থ হলেই মূল ঘটনা জানা যাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া