কয়লা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানীর গুলশানের তেজগাঁও লিং রোড এলাকায় অবস্থিত কয়লা রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেজাল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা-বাসি খাবার সংরক্ষণ, পরিবেশন, খাবার খোলামেলা করে ফেলে রাখা এবং খাদ্যপণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
আজ রোববার দুপুরে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এপিবিএন ৫-এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন ৫-এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, অভিযানকালে দেখা যায়, গুলশানের ৪১১ তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডের কয়লা রেস্টুরেন্টে ভেজাল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার সংরক্ষণ, পরিবেশন, খাবার খোলামেলা করে ফেলে রাখা এবং খাদ্যপণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছে। এটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৩ ধারার অপরাধ। অপরাধ স্বীকার করায় কয়লা রেস্টুরেন্টের মালিক মো. ওমর ফারুককে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
সাইদুর রহমান আরো জানান, এসব রেস্টুরেন্টে সুস্বাদু খাবারের নামে ভেজাল ও নিম্নমানের খাবার পরিবেশন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যা প্রতিটি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ঢাকা মহানগর এলাকায় এপিবিএন ৫-এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন