শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কী উন্নয়ন হয়েছে, খালেদা জিয়া তা জানেন না। তাই লন্ডনে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ডিজিটাল পদ্ধতিতে সাতটি গ্রামে (মাঝুখান, নরুন, ব্রাহ্মনগাঁও, চাঁনখোলা, উত্তর জামালপুর, রাতকানা ও বড়ভোলা) বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উদ্দেশে মেহের আফরোজ চুমকি বলেন, লন্ডনে গিয়ে ছেলেকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে ওই দেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎ করুন। বাংলাদেশের বর্তমান উন্নয়নের ব্যাপারে আপনি না জানলেও তিনি জানেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে অভিভূত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্লস সামিটে অংশ নেওয়ার জন্য ফোন করেছেন। সম্প্রতি কেনিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার ক্লান্তিহীন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধুকন্যা এমডিজি, সাউথ সাউথসহ অসংখ্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। জাতিসংঘ এ বছর শেখ হাসিনাকে লিডারশিপ অন দি আর্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে।’

তিনি আরো বলেন, ‘নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি মডেল দেশ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এমডিজি অর্জনে বাংলাদেশ একটি সফল রাষ্ট্র। বাংলাদেশের মাথাপিছু আয় যেভাবে বাড়ছে, এ ধারা অব্যাহত থাকলে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বের দরবারে একটি বিস্ময়।’

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম-সম্পাদক এ বি এম তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, যুবলীগ সভাপতি মো. বাদল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রতিমন্ত্রী এর আগে প্রধান অতিথি হিসেবে উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামে তুমলিয়া ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তনবিস্তারিত পড়ুন

দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারেরবিস্তারিত পড়ুন

আওয়ামী লী‌গ ভিসানীতির পরোয়া করে না : ওবায়দুল কাদের

মার্কিন স্যাংশন, ভিসানীতি আওয়ামী লী‌গ এগু‌লো পরোয়া করে না মন্তব‌্যবিস্তারিত পড়ুন

  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী
  • আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতা বিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 
  • সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন