‘গরিবি হটাও আন্দোলনে নেমেছে ইসলামী ব্যাংক’
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সম্প্রতি চাঁদপুরের উত্তর মতলব এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে এক হাজারের বেশি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও পরিচালক মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. নিজামুল হক ও মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক চৌধুরীসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী ব্যাংক সিএসআর-এর মাধ্যমে সমাজের গরিব, অসহায়, দুস্থ ও আর্তমানবতার সেবায় কাজ করছে। ইসলামী ব্যাংককে গরিববান্ধব ব্যাংক উল্লেখ করে তিনি বলেন, পল্লী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এ ব্যাংক দেশে গরিবি হটাও আন্দোলনে নেমেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন