গাছের গুড়িতে ষাড়ের শিং!
লম্বা শিং নিয়ে বড় রকম বিপদেই পড়েছিলেন এক ষাড়বাবাজি। রীতিমত দমকল বাহিনীর লোকজন ডেকে এনে তাকে উদ্ধার করতে হয়েছে।
ইংল্যান্ডের ওয়ারউইকশাওয়ার এলাকায় রাগবি মাঠের কাছে ঘাস খাচ্ছিল ষাড়টি। সেদিন ঘাস খেতে খেতে তার কি যে মনে হল-সে গিয়ে এক গাছের সঙ্গে গুতাগুতি শুরু করল। শেষে তার শিং দুটো আটকে গেল গাছের গুড়ির সঙ্গে। এরপর কিছুতেই আর নিজেকে ছাড়াতে পারে না। সে এভাবে টানে ওভাবে টানে-শিং তো আর বের হয় না। শেষে তো বেচারী হাম্বা হাম্বা করে চিৎকার জুড়ে দিল। সে তখন কি বলছিল জানেন?-‘বাঁচাও, বাঁচাও। কেউ আমার শিং দুটো বের করে দাও না গো।’
তার কান্না দেখে এলাকার লোকজনের খুব মায়া হল। শেষে তারা দমকল বাহিনীকে খবর দিলেন। খবর পেয়ে ছুটে এলেন দমকলকর্মীরা। কিন্তু গাছের সঙ্গে শক্তভাবে আটকে থাকা শিং ছাড়ানো কি অতই সোজা! দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালানোর পর তারা ষাড়টিকে থুড়ি শিং দুটিকে ছাড়াতে সক্ষম হন। এইভাবে ধরা খাওয়ার পর ষাড়টি তার গুতাগুতির অভ্যাস ত্যাগ করেছে কিনা তা অবশ্য জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন