চট্টগ্রামে আরএসআরএম মিলে গলিত লোহায় দগ্ধ ৪ শ্রমিক

চট্টগ্রামে উত্তপ্ত গলিত লোহায় দগ্ধ হয়েছেন ৬ শ্রমিক। রবিবার (২৯ মে)রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন টি বোর্ড এলাকার একটি রি-রোলিং মিলে এই দূর্ঘটনা ঘটে। আহত ৪ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আবু বকর সিদ্দিক (২৮), জহির (২৭), জাফর (৪০) ও মনজুর (২৭)। আহত অপর ২ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, টি-বোর্ড এলাকায় অবস্থিত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম)-এ রাতে কাজ করার সময় কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কট্রোল রুমের অপারেটর ফজলুল কাদের জানান, বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি রড তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন