নিজামীর রিভিউ খারিজ
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন আদালত খারিজ করে দেয়ায় বন্দরনগরীতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড অফিস থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি এখন নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করছে। মিছিল শেষে সংকিপ্ত সমাবেশ হবার কথা রয়েছে।
আনন্দ মিছিলে উপস্থিত আছেন ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম চৌধুরী, এ কে এম সরোয়ার কামাল, প্রচার কমান্ডার মো. নাসির উদ্দিন, ক্রীড়া কমান্ডার বদিউজ্জামান, দপ্তর কমান্ডার এ কে এম আলাউদ্দিন, প্রকল্প কমান্ডার এস.এম ইলিয়াছ চৌধুরী, সেকান্দর আলম চৌধুরী প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সকালে নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এটি ছিল যুদ্ধাপরাধী নিজামীর শেষ আইনি সুযোগ। আবেদনটি খারিজ হওয়ায় তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রইল।
নিয়ম অনুযায়ী, রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যায় না। রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।
বুদ্ধিজীবী নিধনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন