চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে দিনদুপুরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন মানিক (২৫) মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে জানা গেছে।
রোববার দুপুর একটার দিকে নগরীর কোতোয়ালী থানার দুইশ’ গজ দূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহত যুবক স্বেচ্ছাসেবক লীগের মহানগরের কোন পদে আছে, এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেননি।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কিছুদিন আগে থেকে এলাকার মো. রানা নামে এক যুবকের সাথে মানিকের দ্বন্ধ চলছিল। তারা দু’জন পরস্পরের বিরুদ্ধে মামলাও করেন। নিহত মানিকের মামলায় রানা কিছুদিন আগে গ্রেফতারও হয়েছিল। ১৫ দিন আগে রানা জামিনে ছাড়া পায়।
ওসি জানান, রোববার সকালে কোর্ট থেকে মামলার সাক্ষী দিয়ে মানিক রিকশাযোগে যাচ্ছিলেন। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। রিকশাটি সদরঘাট থানার মেমন হাসপাতাল মোড় পার হওয়ার সময় মানিকের নেতৃত্বে ৮-১০ জন যুবক এসে রানাদের রিকশায় হামলা চালায়। এ সময় রিকশাটি সদরঘাট কালীবাড়ির সামনে চলে আসে রানারা। সেখানে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মানিকের মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুপুর নাগাদ একটার সময় হঠাৎ গোলাগুলির শব্দ। মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। নালার পাশে একজনকে পড়ে থাকতে দেখলাম। তার শরীর দিয়ে রক্ত ঝরছে। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়’।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘আলকরণ এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন মানিক। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।
এই সংক্রান্ত আরো সংবাদ

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন

ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন