চলন্ত উড়োজাহাজে বিমানবালার সঙ্গে একি করলেন পাইলট!
উড়োজাহাজের ককপিটে বিমানবালাকে নিয়ে দরজা বন্ধ করায় চাকরি গেল ভারতের এয়ারলাইন্স স্পাইসজেটের এক পাইলটের।
গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে এ ঘটনার পর সম্প্রতি চাকরি গেছে সে পাইলটের।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কো-পাইলটকে বাইরে পাঠিয়ে বেশ কিছুক্ষণ ককপিটে ওই বিমানবালার সঙ্গে একাই থাকেন চালক। পাইলটের সিটেও নিয়মবর্হিভূ ভাবে ওই নারীকে বসান তিনি।
খবরে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাঙ্কক-গামী বিমানে এই ঘটনা ঘটে। সেদিন রাতে ফিরতি বিমানেও তিনি একই কাণ্ড করেন বলে অভিযোগ। বিমানের নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়তে হয়েছে অভিযুক্ত পাইলটকে। এছাড়াও কর্মস্থানে সহকর্মীর শ্লীলতাহানির দায়ও আনা হয়েছে তার ওপর। সেদিন বিমানের প্রধান বিমানবালার উদ্দেশ্যে আপত্তিজনক ভাষা ব্যবহার করেছিলেন ওই বিমান চালক। পরে ওই নারী এয়ারলাইন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানান। তার অভিযোগের বিভাগীয় তদন্ত করতে গিয়েই বিমানের সুরক্ষাবিধি ভঙ্গের বিষয়টি সামনে আসে। এই ঘটনা কানে যেতেই দোষী পাইলটকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন স্পাইসজেট চেয়ারম্যান অজয় সিং।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন