মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চাপাতি দিয়ে সাংবাদিককে কোপালো জবি ছাত্রলীগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বিডিনিউজের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। এসময় বাংলামেইল২৪ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট ইমরান আহমেদ উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। ঘাতকদের একজনকে হাতেনাতে ধরলে তাকে ছাড়িয়ে নিয়ে যান জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম।

সোমবার বিকেল ৩টার দিকে জবির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, জবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধনেই সাংবাদিকের উপর হামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কাজী মোবারক হোসেন এবং ইমরান আহমেদ অপু মোটরসাইকেল যোগে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এসময় আইন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জবি ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের অনুসারী ইমরান বিশ্বাস সাদা রঙের একটি চাপাতি দিয়ে মোবারকের মাথায় কোপ দেয়। এতে মোবারকের ডান চোখের উপরে গুরুতর যখম হয়। এসময় তার মোটরসাইকেলে থাকা ইমরান আহমেদ এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে ছাত্রলীগকর্মী ইমরান বিশ্বাসকে হাতেনাতে ধরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যান সাংবাদিক ইমরান আহমেদ। আহত মোবারককে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ট) চিকিৎসা দেয়া হয়।

জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘাতকদের একজনকে সনাক্ত করা গেছে। শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘ঘটনাটা তিনি শুনেছি। ঘাতক ইমরান বিশ্বাসকে সনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে কাল (মঙ্গলবার) ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। শিগগির আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ইমরান বিশ্বাসকে ছাড়িয়ে নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করে জবি ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন, ‘আহত সাংবাদিক মোবারক বঙ্গবন্ধুর আদর্শের ব্যক্তি এবং ছাত্রলীগ কর্মী। তার উপর ছাত্রলীগের হামলা ভিত্তিহীন। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সন্ত্রাসী।’ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করেছেন বলে জানান।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এব্যাপারে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।বিস্তারিত পড়ুন

  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ