চার ঘণ্টা জেরার পর সংসদ সদস্য তাপস পাল গ্রেপ্তার
তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে গ্রেপ্তার করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হল।
সিজিও কমপ্লেক্সে আজ শুক্রবার সকাল থেকে চার ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সিবিআই সূত্রের খবর, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি ওই সংস্থার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে সিবিআই অভিযোগ পেয়েছিল। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাপসকে একাধিক বার সমন পাঠিয়েছিল সিবিআই। আজ শুক্রবার সকালে তাপস পাল স্ত্রীসহ সিবিআই দফতরে হাজির হন। সঙ্গে তাঁর কৌঁসুলিও ছিলেন। এর কিছুক্ষণ পরই প্রথম দফার জেরা শুরু হয়।
প্রসঙ্গত, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এবং সংস্থার একাধিক কর্মীকে আগেই জেরা করেছিল সিবিআই। তাঁদের বয়ান থেকেই তাপস পালসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ওই সংস্থাটির যোগ থাকার অভিযোগ উঠে এসেছিল। সিবিআই তাপসের বয়ানের সঙ্গে অন্যদের বয়ান মিলিয়ে দেখার অপেক্ষায় ছিল।
সূত্র আরো জানায়, এদিন তাপস পালকে দু’দফায় জেরা করা হয়। প্রথম দফার জেরায় তাঁর বয়ান রেকর্ড করার পর গৌতম কুণ্ডু এবং অন্যদের বয়ানের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। তারপর দ্বিতীয় দফার জেরা শুরু হয়। এই দফায় সিবিআই-এর উচ্চপদস্থ কর্মকর্তারা তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাপস পালের বয়ানে নাকি অনেক অসঙ্গতি ছিল। রোজভ্যালির পদস্থ কর্মকর্তাদের জেরা করে এবং সংস্থার বিভিন্ন দফতরে তল্লাশি চালিয়ে যে সব তথ্য-প্রমাণ সিবিআই সংগ্রহ করছিল, সে সব তাপস পালের সামনে তুলে ধরা হয়। রোজভ্যালির কাছ থেকে নগদ টাকা নেওয়ার সব অভিযোগ তাপস প্রথমে অস্বীকার করেছিলেন। কিন্তু দ্বিতীয় দফার জেরায় সিবিআই কর্মকর্তারা তাঁর সঙ্গে রোজভ্যালির নগদ লেনদেনের তথ্য-প্রমাণ তুলে ধরার পর নাকি তাপস আর জবাব দিতে পারেননি।
সিবিআই সূত্রের খবর, তৃণমূল সাংসদ যে জেরায় সত্য বলছিলেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি অনেক প্রশ্নের উত্তর নাকি এড়িয়েও যাচ্ছিলেন। তাই চার ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোজভ্যালির যে ফিল্ম ডিভিশনটি রয়েছে, তাপস পাল ছয় মাসের মতো তার অন্যতম ডিরেক্টর ছিলেন। তার জন্য তিনি রোজভ্যালির কাছ থেকে টাকাও পেতেন বলে সিবিআই জানতে পেরেছে। ওই সংস্থার অ্যাকাউন্ট থেকে তাপস পালের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের তথ্য সিবিআই এর হাতে রয়েছে। এ ছাড়াও তাপস রোজভ্যালির কাছ থেকে নগদে অনেক বার মোটা টাকা নিয়েছেন বলে সিবিআই-এর দাবি। কেন সে সব টাকা তাপস পাল নিয়েছিলেন, সে প্রশ্নের সদুত্তর তৃণমূল সাংসদ দিতে পারেননি বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
সূত্র: আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন