চীনে কারাগারে ফুল দেখতে জনগণের ভিড়!
চীনের একটি জেলখানায় এতো সুন্দর চেরি ফুল ফুটেছে যে সেই ফুল দেখতে কারাগারে ভিড় করছে হাজার হাজার মানুষ। এমনকি কেউ কেউ কারাগারের দেয়াল টপকে ভেতরেও ঢুকে পড়ার চেষ্টা করছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুইলিন শহরের জেলখানায় কর্মকর্তাদের বাড়ির সামনে কয়েকটি গাছের এসব ফুল ফুটেছে। দর্শকদের ভিড় দেখে কর্তৃপক্ষ লোকজনদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে।
কারা রক্ষীরা এ বিষয়ে জানান, আগের বছরগুলোতেও এরকম ফুল ফুটেছে কিন্তু এরকম হাজার হাজার মানুষ কখনো জেলখানার দিকে ছুটে যায়নি। আর একারণে কর্তৃপক্ষ কারাবন্দীদের দেখতে আসা দর্শকের সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়েছে।
প্রতিবেদন থেকে অারও জানা গেছে, লোকজনকে নিরুৎসাহিত করতে জেলখানার প্রবেশ মুখে একটি লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এই কারাগার কোনো দর্শনীয় স্থান নয়।কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। লোকজন যে দেওয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ সেই ছবিও তুলছে।
কেউ কেউ পুলিশকে বুঝিয়ে সুঝিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। বলছে, প্রয়োজনে তারা টিকেট কিনে ঢুকতেও রাজি। কিন্তু এই জেলখানা পরিদর্শনের জন্যে সেরকম কোনো ব্যবস্থা নেই।
এনিয়ে সামাজিক যোগাযোগের সাইটে নানান কথাবার্তা হচ্ছে। কেউ কেউ লিখেছেন, এটা প্রমাণ করেছে জেলখানার নিরাপত্তা কতো নাজুক।
আরেকজন লিখেছেন, আপনি কি ফুল দেখতে জেলখানায় যেতে চান? কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না? কোনো অসুবিধা নেই। ছোটখাটো একটি অপরাধ করে ফেলুন। কেল্লা ফতে!
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন