চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় করিমন চালক নিহত
চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের সদর উপজেলার আকন্দবাড়িয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় করিমন চালক গোলজার হোসেন (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ।
নিহত গোলজার হোসেন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে ।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের করিমন চালক গোলজার কাজ শেষে সন্ধ্যার দিকে দর্শনা থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত গোলজারকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি পালিয়ে গেলেও দামুড়হুদা থানা পুলিশ লোকনাথপুর গ্রামে ট্রাকটিকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আওলিয়ার রহমান জানান, গোলজারের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রাকটিকে লোকনাথপুর থেকে আটক করা হয়। তবে, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন